ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বৃহস্পতিবার এজবাস্টনে শুরু প্রথম টেস্ট

ডে-নাইট টেস্টের জন্য অধীর স্টুয়ার্ট ব্রড

প্রকাশিত: ০৫:০৯, ১৬ আগস্ট ২০১৭

ডে-নাইট টেস্টের জন্য অধীর স্টুয়ার্ট ব্রড

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ডে-নাইট টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে কুলিন ইংলিশরা। যেটির জন্য অধীর হয়ে আছেন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। ‘এটা খুবই উত্তেজনাকর একটা ধারণা। আমি এডিলেডে (অস্ট্রেলিয়ায়) বসে ডে-নাইট টেস্ট দেখেছি এবং বেশ উপভোগ করেছি। একজন খেলোয়াড় হিসেবে উত্তেজনাকর বিষয় হচ্ছেÑ আমরা এটাকে বেশ খোলা মনে গ্রহণ করছি এবং এ বিষয়ে বলতে গেলে প্রায় শিখছি।’ সংবাদ মাধ্যমকে বলেন ব্রড। ক্যারিবীয়দের সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে জো রুটের ইংল্যান্ড। বার্মিহামের এজবাস্টনের প্রথম ম্যাচটাই হবে ডে-নাইট। গোলাপী বল, সাদা পোশাক ও কৃত্রিম আলোয় প্রথম দীর্ঘপরিসরের ক্রিকেটে নামবে খেলাটির জন্মদাতা ইংল্যান্ড। ব্রডদের উত্তেজনাটা তাই স্বাভাবিক। ব্রড আরও বলেন, ‘এটা সম্পূর্ণ অপরিচিত অঙ্গনে পা রাখা। গোলাপী বলে আমি মাত্র একটি বল করেছি আমি এটা তুলনামূলক স্ট্রেইট পেয়েছিলাম। কি আশা করা উচিত সেটাই জানি না। আমাদের কেবল ওই দিনটির সঙ্গে ভালভাবে মানিয়ে নিতে হবে এবং কি ঘটছে সেটা চিহ্নিত করতে হবে। এ সপ্তাহে যে দল দ্রুত ভালভাবে মানিয়ে নিতে পারবে সে দলই ভাল করবে।’ সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে না পারলে সেই বরং আপসেট হবে বলে মনে করেন ব্রড। তবে প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখতে চান তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি এবং তাদের প্রতিদ্বন্দ্বিতার প্রতি যথেষ্ট সম্মান আমাদের আছে।’ বর্তমান ক্যারিবীয় দলটি কিছুটা অনভিজ্ঞ উল্লেখ করে ইংল্যান্ডের সময়ের অন্যতম সফল এ পেসার আরও বলেন, ‘আপনারা জানেন কিছুটা অনভিজ্ঞ দল সাফল্যের জন্য সবসময়ই ক্ষুধার্ত থাকে। নিজেদের প্রমাণের জন্য তারা অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই সিরিজে প্রতিটি বলই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’ চলতি মৌসুমের শুরুর দিকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কয়েকটি দল দিবা-রাত্রির ম্যাচে অংশ নিলেও গোলাপী বলে ব্রডদের অভিজ্ঞতাটা খুবই কম। গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তবে ইংল্যান্ডের কন্ডিশন অনেক বেশি ভিন্নতর হতে পারে। ডে-নাইট টেস্টের জন্য ঘোষিত স্বাগতিকদের ১৩ সদস্যের স্কোয়াডে নতুন মুখ দু’জন।
×