ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মুশফিকের আহ্বান

প্রকাশিত: ০৫:০৮, ১৬ আগস্ট ২০১৭

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মুশফিকের আহ্বান

স্পোর্টস রিপোর্টার ॥ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। তিনি অফিসিয়াল ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। নিজেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁপড়ানোর ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ফেসবুকের ভিডিওতে তিনি বলেন, ‘অনেক কষ্ট, আশা আর অনুরোধ নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা।’ বন্যাদুর্গত মানুষের সাহায্যের আবেদন জানিয়ে মুশফিক বলেন, ‘আমি বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আর্থিকভাবে অথবা ত্রাণসহায়তা দিয়ে অথবা যেভাবেই হোক, তাদের পাশে এসে দাঁড়ান। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের মানুষের অবস্থা অনেক অনেক খারাপ। আমি তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি সবাইকে। ত্রাণ বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারলেও আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের এই কষ্টের জীবনের যেন অবসান ঘটে খুব তাড়াতাড়ি। তারা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আসুন, আমরা সবাই এগিয়ে আসি এবং সাহায্য করি।’ দেশে এবার বড় বন্যার আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ। এই বন্যা ১৯৮৮ সালের মহাপ্লাবনকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্ক করা হচ্ছে। এরই মধ্যে দেশের উত্তরের ২০ জেলায় বন্যায় ২০ জন মারা যাওয়ার কথাও জানা গেছে। এখন পর্যন্ত দেশের ২০টি জেলার ৫৬টি উপজেলা বন্যাকবলিত। বন্যায় সারাদেশে মারা গেছেন ২০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ? এছাড়াও উত্তরাঞ্চলের বন্যার পানি মধ্যাঞ্চল দিয়ে প্রবাহতি হয়ে সাগরে নেমে যাবে। ফলে ঢাকার নিম্নাঞ্চলসহ আরও ৯টি জেলায়ও বন্যার আশঙ্কা আছে। উজানের দেশ চীন, ভারত, নেপাল ও ভুটানে এ বছর স্মরণকালের মধ্যে মারাত্মক বন্যা হয়েছে। এছাড়া উজানের দেশগুলোতে বন্যা হলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের ওপর তার প্রভাব তো পড়বেই। তাই হচ্ছে। এতে করে বন্যাদুর্গত বেড়েই চলেছে। মুশফিক তাই বন্যাদুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
×