ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়াল-বার্সিলোনা ফিরতি মহারণ আজ

প্রকাশিত: ০৫:০৬, ১৬ আগস্ট ২০১৭

রিয়াল-বার্সিলোনা ফিরতি মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমটা আরও আলোকিত করার পথে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে উয়েফা সুপার কাপ জিতে নিয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। হারিয়েছে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলার অপেক্ষায়। এ লক্ষ্যে প্রথম কাজটা ভালমতোই সেরেছে জিনেদিন জিদানের দল। রবিবার প্রথম লেগে বার্সিলোনাকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। আজ রাতে দ্বিতীয় লেগের ম্যাচটা রিয়াল খেলবে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। বড় কোন অঘটন না ঘটলে ট্রফি জেতা তাই সময়ের ব্যাপার মাত্র রিয়ালের। বার্সার জন্য একটাই সুখবর, প্রথম লেগে লালকার্ড দেখায় আজ খেলতে পারবেন না রিয়ালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬-১৭ মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের। দীর্ঘ পাঁচ বছর পর তারা জিতেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। সেইসঙ্গে জিতেছে রেকর্ড ১২তম উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। সেটাও ইতিহাস গড়ে। নতুন মৌসুমের শুরুটাও চমকপ্রদভাবে করেছে জিনেদিন জিদানের দল। উয়েফা সুপার কাপে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে রিয়াল ফুরফুরে মেজাজে। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগ জিতে আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার বিরুদ্ধে লালকার্ড দেখার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো। রেফারিকে ধাক্কা দেয়ার অপরাধে জুটেছে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। মোট ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পর্তুগীজ আইকন। তবে একই অপরাধে আর্জেন্টাইন তারকা বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে কোন নিষেধাজ্ঞা পেতে হয়নি। ২০০৮-০৯ মৌসুমে এল ক্লাসিকোর একটি ম্যাচে মেসি দায়িত্বরত রেফারিকে ধাক্কা দিয়েছিলেন। ম্যাচ শেষে রেফারি তার রিপোর্টে মেসির বিরুদ্ধে কিছুই লেখেননি। এই বিষয়টি সামনে এনেই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন মাদ্রিদ সমর্থকরা। রোনাল্ডোর শাস্তির বিরুদ্ধে আপীল করতে পারবে রিয়াল মাদ্রিদ। নিষিদ্ধ হওয়ার দিন থেকে আগামী দশ দিনের মধ্যে আপীলের সুযোগ থাকছে। লালকার্ড ও অপেশাদার আচরণে নিষেধাজ্ঞা পেয়েছেন সি আর সেভেন। ম্যাচ শেষে রিপোর্টে রেফারি ডি বার্গোস বেনগোটঙ্কিয়া জানান, রোনাল্ডোকে লালকার্ড দেখানো হয়েছিল। মতের সঙ্গে মিল না হওয়ায় সে আমার পিঠে হাল্কাভাবে ধাক্কা দিয়েছিল। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬তম অনুচ্ছেদ অনুযায়ী রেফারির সঙ্গে এমন অপেশাদার আচরণে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কোন ফুটবলার। ১৯৯৮ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের একটি ম্যাচে দায়িত্বরত রেফারিকে মৃদু ধাক্কা দিয়ে ১১ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইতালিয়ান তারকা ফরোয়ার্ড পাওলো ডি ক্যানিয়ো। রোনাল্ডোর এই নিষেধাজ্ঞা থাকবে লা লিগা, সুপার কাপসহ সবধরনের স্প্যানিশ প্রতিযোগিতায়। প্রথম লেগেও রোনাল্ডোকে খুব বেশি সময় খেলাননি রিয়াল কোচ জিদান। লালকার্ড পাওয়ার আগে ২৪ মিনিট খেলেন। এ কারণে সি আর সেভেনকে ছাড়া খুব বেশি চিন্তিত নন রিয়াল বস। তবে তিনি মেনে নিতে পারছেন না প্রিয় শিষ্যের লালকার্ড। জিদান বলেন, রোনাল্ডো আমাদের সেরা খেলোয়াড়। তাকে যেভাবে লালকার্ড দেখানো হয়েছে তা মোটেও ঠিক না। তাকে ছাড়া খেলতে হবে আমাদের। তবে আমরা প্রস্তুত। প্রথম লেগে ইস্কো ও এ্যাসেনসিওর তাক লাগানো পারফর্মেন্স তাকে অবাক করেনি বলেই জানিয়েছেন মাদ্রিদ বস। মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড় ইস্কোর প্রশংসা করে জিদান বলেন, রিয়ালে যোগ দেয়ার সময় থেকে আমি তাকে অনুশীলন করতে দেখেছিলাম, নিয়মিত খেলতে তার সময়ের দরকার ছিল। সে যে পার্থক্য গড়ে দিচ্ছে তা আমাকে বিস্মিত করছে না। সে দলকে খেলায়, তার পা থেকে বল কেড়ে নেয়া কঠিন। লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপের পর স্প্যানিশ সুপার কাপেও রিয়ালের হয়ে অভিষেকে গোল করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার এ্যাসেনসিও। স্পেনের তরুণ এই খেলোয়াড়ের প্রশংসা করে ফরাসী গ্রেট বলেন, এ্যাসেনসিওর খেলা দেখেও আমি অবাক হই না। সে যা করে তা অসাধারণ। সে ক্ষিপ্র এবং খুব জোরে শট মারে। আমরা তাকে এবং সবাইকে নিয়ে খুশি। আশা করছি দ্বিতীয় লেগেও ভাল করবে।
×