ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিল নিয়েযা বলার কোর্টে বলব ॥ সিনহা

প্রকাশিত: ০৪:৫৮, ১৬ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিল নিয়েযা বলার কোর্টে বলব ॥ সিনহা

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর হত্যায় আত্মস্বীকৃত খুনী ছাড়াও অনেক রাঘববোয়াল জড়িত। তদন্তের ত্রুটির কারণে তাদের বিচারের আওতায় আনা যায়নি। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রীমকোর্টের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কথা বলেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে প্রকাশ্যে গণমাধ্যমে কথা বলব না, যা বলার কোর্টে বলব।’ অন্যদিকে আপীল বিভাগের সিনিয়র বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমি বিচারপতির চেয়ারে বসতে পেরেছি। তিনি জাতির জনক এ নিয়ে কারও সন্দেহ নেই। তিনি ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে।’ রক্তদান কর্মসূচীতে সুপ্রীমকোর্ট ও আপীল বিভাগের বিচারপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, ‘যদিও আমাদের রায়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, এটা একটা ক্রিমিনাল কন্সপিরেসি- পরিকল্পিতভাব হত্যা করা হয়েছিল এবং তাদের বিচারে সোপর্দ করার জন্য। আজ আমাদের ইতিহাসের একটি মর্মান্তিক দিন। বাংলার মানুষ স্বাধীনতার স্থপতিকে শুধু হারায়নি, তার বিশ্বাস, তার ভবিষ্যত সবাইকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল।’
×