ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শোক দিবস পালন

প্রকাশিত: ০৪:৫৭, ১৬ আগস্ট ২০১৭

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শোক দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সমূহ, বিভিন্ন সংগঠন ও মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদশে ইউনিভার্সিটি অব্ প্রফেশনালস, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ফাউন্ডেশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস, সমবায় অধিদফতর, বাংলাদেশ রেডক্রিসেট সোসাইটি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জাতীয় মহিলা সংস্থা। খবর বিজ্ঞপ্তির। বিএসএমএমইউ ‘রোগীর সেবায় হই আরও যত্বাবান’ এ প্রতিপাদ্যকে (থিম) ধারণ করে এবং নার্সিং সেবার মানোন্নয়ন ও সকল ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে উন্নীতকরণের দৃঢ় শপথ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও স্বেচ্ছায় রক্তদানসহ বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় ধানম-ি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ধানম-ির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচী শুরু হয়। অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে প্রতিষ্ঠানটি। পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় শোক দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ কোরআন খতম, মিলাদ মাহ্ফিল, বিশেষ মোনাজাত, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত ভিডিও প্রদর্শনী ইত্যাদি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী। মানারাত ইউনিভার্সিটি এ উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশানে নিজস্ব ক্যাম্পাস ও আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে পৃথক পৃথকভাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেনÑ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া। বিজিবি জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিস্তারিত কর্মসূচী পালন করেছে। বিজিবি সদর দফতরসহ সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটসমূহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তিতাস গ্যাস এ উপলক্ষে তিতাস গ্যাস টিএ্যান্ড ডি. কো. লি.-এর পক্ষ হতে ধানম-িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জালালাবাদ গ্যাস এ উপলক্ষে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের মেন্দিবাগস্থ সিলেট প্রধান কার্যালয় গ্যাস ভবনে ভোরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অর্ধনমিত রাখা হয়। মঙ্গলবার সকালে জালালাবাদ গ্যাস ভবনের নামাজঘরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং সকলের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সমবায় অধিদফতর এ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সমবায় অধিদফতরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আব্দুল মজিদ (অতিরিক্ত সচিব) এর নেতৃত্বে অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ কলাবাগান ক্রীড়াচক্র মাঠসংলগ্ন রাস্তা থেকে র‌্যালি করে ধানম-ি ৩২নং এ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। রেডক্রিসেন্ট সোসাইটি সোসাইটির উদ্যোগে শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ। বিএডিসি মঙ্গলবার বিএডিসির কৃষি ভবনস্থ সম্মেলন কক্ষ, দিলকুশা, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসির চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআইর প্রধান কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএসটিআইর মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব। জাতীয় মহিলা সংস্থা এ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ১৪ আগস্ট সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা সভা। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার কল্যাণ কামনা করে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাজধানীতে প্রধান প্রার্থনা সভা বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে অনুষ্ঠিত হয়। ওই খ্রীস্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কমল কোড়াইয়া। খ্রিস্টযাগের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির সচিব নির্মল রোজারিও। ডিএসইসি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। মঙ্গলবার সকাল ১০টায় ডিএসইসির সভাপতি কেএম শহীদুল হক ও সাধারণ সম্পাদক একেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ ডিএসইসির সহসভাপতি মোঃ সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমাম সুমন ও দফতর সম্পাদক হাফিজুর রহমান বিপ্লব। শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ সমিতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদ্যাপন করা হয়েছে। সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ে হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল। অন্যদের মধ্যে ছিলেনÑ সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, ও ইউনিটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচীর মধ্যে জাতীয় শোক দিবস পালন করে উর্দুভাষী অবাঙালীদের সংগঠন মোহাজির ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক অসি আহমেদ অসি এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর কিছু খুনীর ফাঁসি হলেও অনুসারীদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের যোগসাজশে এখনও জেনেভা ক্যাম্পগুলোতে পাকিস্তানের অনুসারীরা পাকিস্তানের পতাকা তুলে রাখে। তারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তারা বাংলাদেশের ক্ষতি চায়। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা উচিত। বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ধানম-ি ৩২ নম্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
×