ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবসে বিজিবির বিশেষ কর্মসূচী পালন

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসে বিজিবির বিশেষ কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস ও জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবি সদর দফতরসহ সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ইউনিটের সব মসজিদে ফজরের নামাজের পর বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিজিবির সব স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিজিবি সদর দফতরসহ সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটসমূহে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল ১০টায় পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান। মূল আলোচক ছিলেনÑ মেজর মোঃ তানভীর আহমেদ নিজামী। এছাড়া নায়েব সুবেদার (সিগন্যাল) মোঃ দিল মাহমুদ, সিপাহী মোঃ রাজিউর রহমান ও সিপাহী জাহানারা আক্তার আলোচনায় অংশ নেন। তারা বঙ্গবন্ধুর শৈশবকাল থেকে শুরু করে তার সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। লে. কর্নেল মোঃ শহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত প্রমাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘অসমাপ্ত মহাকাব্য’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রদর্শন করা হয়।
×