ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:১৭, ১৬ আগস্ট ২০১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১০ আগস্ট দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘রূপালী ব্যাংকে চাকরিচ্যুত সিবিএ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। প্রতিবাদলিপিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই সিবিএ’র পক্ষ থেকে ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে। এ আলোচনা অনুষ্ঠানে কখনই কারো কাছ থেকে চাঁদা ধরা হয় না। সংগঠনের নিজস্ব ফান্ড এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সহকর্মীদের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে থাকে। প্রতিবেদকের বক্তব্য ॥ গত ৩১ জুলাই শ্রম পরিচালক বরাবর পদত্যাগপত্র জমা দেন রূপালী ব্যাংক সিবিএ’র কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ রিপন মৃধা। তার ওই পদত্যাগপত্রে সিবিএ সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ ও সেক্রেটারি কাবিল হোসেন কাজীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও দলের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগ আনেন তিনি। ওই পত্রের বিষয়ে জানতে চাইলে কর্মচারী ইউনিয়নের একাধিক সদস্য চাকরিচ্যুত সিবিএ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি রফতানি বন্ধ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ১৫ আগস্ট জাতির শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি বন্ধ করে দেয় দু’দেশের ব্যবসায়ীরা। তবে এসময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষ।
×