ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব) উদ্যোগে শোক দিবস পালন

প্রকাশিত: ০৪:১৭, ১৬ আগস্ট ২০১৭

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব) উদ্যোগে শোক দিবস পালন

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ উপলক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্ত্বে মঙ্গলবার দুপুরে নিজস্ব কার্যালয়ে সোনাইল সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআর তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। শোক সভায় জাতির জনকের কর্মময় ও সংগ্রামী জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সবশেষে দোয়া মোনাজাতে মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাত শেষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব) ঢাকার কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের নেতৃত্বে গরীব ও দুস্থদেও মাঝে খাবার বিতরণ করা হয়।
×