ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় চাহিদা মেটাচ্ছে রংপুরের পোল্ট্রি শিল্প

প্রকাশিত: ০৪:১৬, ১৬ আগস্ট ২০১৭

জাতীয় চাহিদা মেটাচ্ছে রংপুরের পোল্ট্রি শিল্প

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ আধুনিক ফিড মিল, হ্যাচারি এবং পোল্ট্রি খামার স্থাপনের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে রংপুর বিভাগ। এ উন্নয়ন অব্যাহত থাকলে আগামী দশ বছরে রংপুরের পোল্ট্রি দেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন পোল্ট্রি খামারি এবং শিল্প উদ্যোক্তারা। সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত পোল্ট্রি রিপোর্টিংবিষয়ক মিডিয়া কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এমন দাবি করেন তারা। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে বেসরকারী সংস্থা ওয়াচডগ বাংলাদেশ। স্থানীয় ও জাতীয় দৈনিক, বার্তা সংস্থা এবং টেলিভিশন চ্যানেলের মোট ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, পোল্ট্রিশিল্প না থাকলে দেশের মানুষের ডিম ও মুরগির মাংসের চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। তিনি বলেন, পোল্ট্রি একটি নীরব বিপ্লব ঘটিয়েছে। এর ফলে শুধু প্রাণিজ আমিষের চাহিদা পূরণই নয় বরং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং মানুষের দরিদ্রতা ঘুচেছে। আগামী দিনের চাহিদা মেটাতে একদিকে যেমন বাণিজ্যিক উৎপাদন বাড়াতে হবে অপরদিকে তেমনি ক্ষুদ্র খামারিদের সুরক্ষার কথাও ভাবতে হবে। রংপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, রংপুরের পোল্ট্রি এখন আঞ্চলিক গ-ি ছাড়িয়ে জাতীয় চাহিদা পূরণে কাজ করছে।
×