ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের মাথায় ক্যামেরা

প্রকাশিত: ০৩:৩৯, ১৬ আগস্ট ২০১৭

পুলিশের মাথায় ক্যামেরা

যুক্তরাজ্যে পুলিশের গুলি করার বিষয়ে ‘আরও বেশি স্বচ্ছতা’ আনতে অস্ত্রধারী পুলিশ কর্মকর্তাদের মাথায় ক্যামেরা যোগ করা হবে। দেশটির সবচেয়ে বড় পুলিশ বাহিনী মেট-এর পক্ষ থেকে বলা হয়, অস্ত্রধারী কর্মকর্তাদের মাথায় বেসবল ক্যাপে ক্যামেরা জুড়ে দেয়া হবে। এর মাধ্যমে পরিস্থিতির ‘একটি সঠিক জবাবদিহিতা’ পাওয়া যাবে বলেই দাবি মেট-এর। অস্ত্রধারী কর্মকর্তাদের সঙ্গে আগে ক্যামেরা যুক্ত করে দেয়ার প্রচলন ছিল, কিন্তু ২০১৫ সালে এগুলো ‘বিশেষ উদ্দেশ্যে’ ব্যবহৃত হয় বলে অভিযোগ উঠলে তা সরিয়ে নেয়া হয় । বিবিসি নিশ্চুপ বিগ বেন সংস্কার কাজের জন্য আগামী চার বছর নিশ্চুপ থাকবে যুক্তরাজ্যের ‘বিগ বেন’। হাউস অব কমন্সের পক্ষ থেকে সোমবার ২১ আগস্ট দুপুর থেকে বিগ বেনের ঘণ্টা বাজা বন্ধ হওয়ার কথা জানানো হয়েছে। গত ১৫৭ বছর ধরে প্রতি ঘণ্টায় সময়ের জানান দিয়ে যাচ্ছে বিগ বেন। ১৮৫৮ সালে লন্ডনের প্রাণকেন্দ্রে দাঁড় করানো হয়েছিল বিগ বেনকে। ওয়েবসাইট
×