ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস দ্বৈত নাগরিক

প্রকাশিত: ০৩:৩৮, ১৬ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস দ্বৈত নাগরিক

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস দ্বৈত নাগরিক বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড সরকার। বিবিসি এক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা জনপ্রতিনিধি হতে পারেন না। এর আগে জয়েস জানিয়েছিলেন, বংশানুক্রমে তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব থেকে থাকতে পারে; তবে এই প্রসঙ্গটি নিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছিলেন। আদালত জয়েসকে তার পদের জন্য অনুপযুক্ত ঘোষণা করলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সরকার ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বিবিসি। সাহসিকতার জন্য পুরস্কৃত বার্নার্ড কার্টার আর নেই নাৎসি আদর্শে অনুপ্রাণিত এক হামলাকারীর কবল থেকে এক বছর আগে একজন ব্রিটিশ এমপিকে রক্ষার চেষ্টা চালানো বার্নার্ড কার্টার কেনি সোমবার সকালে মারা গেছেন। তার পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন। এএফপি। সাহসিকতার সঙ্গে এমপিকে রক্ষায় এগিয়ে আসার জন্য তাকে পুরস্কৃত করা হয়। গত বছরের ১৬ জুন যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের লেবার পার্টির জনপ্রিয় এমপি জো কক্সের ওপর হামলা চালায় ৫২ বছর বয়সী উগ্রপন্থী শ্বেতাঙ্গ টমি মেয়ার। টমি প্রথমে ছুরি দিয়ে ওই নারী এমপিকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর ব্রিটেন ফার্স্ট বলে চিৎকার করে তার মাথায় গুলি করে।
×