ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন দাবি নাকচ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ড্রোন টহল চলবে ॥ ইরান

প্রকাশিত: ০৩:৩৮, ১৬ আগস্ট ২০১৭

মার্কিন দাবি নাকচ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ড্রোন টহল চলবে ॥ ইরান

নিরাপত্তার তোয়াক্কা না করে মার্কিন বিমানবাহী রণতরীর কাছ দিয়ে ড্রোন উড়ানোর মার্কিন দাবি নাকচ করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের ইসলামী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে আরও বলা হয়, পারস্য উপসাগরে উপস্থিত বহিরাগত বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতি বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করে ইরানের প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে আইআরজিসি তার ড্রোন টহল অব্যাহত রাখবে। ইয়াহু নিউজ। রবিবার রাতে ইরানী কিউওএম-১ ড্রোন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিতজের ৩০০ মিটার দিয়ে উড়েছে বলে মার্কিন নৌবাহিনী দাবি করে। এভাবে ড্রোন ওড়ানোকে অনিরাপদ এবং অপেশাদার ঘটনা হিসেবেও উল্লেখ করে মার্কিন নৌবাহিনী। বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর দাবি নাকচ করে দিয়ে একে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে যেসব বিমান অভিযান চালানো হয় তা প্রচলিত নিরাপত্তাবিধি বজায় রেখেই করা হয়। কোরীয় সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চাই ॥ মোগেরিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি সোমবার কোরিয়া উপদ্বীপে চলমান সঙ্কটের ‘সামরিক পন্থায় নয়, শান্তিপূর্ণভাবে’ সমাধানের আহ্বান জানিয়েছেন। এএফপি। তিনি চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে ‘নতুন করে এমন কোন উস্কানিমূলক কর্মকা- না চালাতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি প্রধান ইইউ প্যানেলের বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, অবিলম্বে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসন প্রয়োজন।
×