ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মের নামে সহিংসতা মেনে নেয়া হবে না ॥ মোদি

প্রকাশিত: ০৩:৩৬, ১৬ আগস্ট ২০১৭

 ধর্মের নামে সহিংসতা মেনে নেয়া হবে না ॥ মোদি

স্বাধীনতা দিবসের ভাষণে নতুন ভারত নিয়ে স্বপ্নের কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ধর্মের অজুহাতে সহিংসতা মেনে নেয়া হবে না। যেসব বিদেশী শক্তি ভারতের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চাইছে ভারত তাদের মোকাবেলা করতে সক্ষম বলেও মন্তব্য করেছেন মোদি। হিমালয় উপত্যাকায় যখন ভারত ও চীনের সৈন্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে, ঠিক সেই মুহূর্তে মোদি এ মন্তব্যটি করলেন। খবর এনডিটিভি ও এএফপির। মঙ্গলবারের ভাষণে মোদি গরু পাচার বা মাংস খাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন সময়ে সংঘটিত সহিংসতার বিষয়ে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এক বিশ্বাসের নামে যেসব সহিংসতার ঘটনা ঘটছে তাতে আনন্দিত হওয়ার কিছু নেই; ভারতে এটি কোনভাবেই মেনে নেয়া হবে না। শান্তি, একতা ও সৌহার্দ্য জাতি বিকাশে গুরুত্বপূর্ণ মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বর্ণবাদ এবং সাম্প্রদায়িকতা কখনোই দেশ বা জনগণের উপকারে আসবে না; এগুলো কখনোই সমর্থন পাবে না। ৭০ বছর আগে ভারত থেকে ব্রিটিশদের চলে যাওয়ার দাবি জানিয়ে শুরু হওয়া ‘ভারত ছাড়’ আন্দোলনের কথাও স্মরণ করেন মোদি বলেন, তখনকার সেøাগান ছিল ভারত ছাড়ো, আর এখনকার সেøাগান ভারত জোড়ো (ভারতকে এক করো)। এর আগেও গো-রক্ষা নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও মোদি এবং তার দল বিজেপি সহিংসতাকারীদের ‘পরোক্ষভাবে উসকে দিচ্ছে’ বলে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল অভিযোগ করেছে। সম্প্রতি শেষ হওয়া পার্লামেন্টের বর্ষা অধিবেশনের এক পর্যায়ে কংগ্রেস নেতা মলিল্লকার্জুন খাড়গে বিজেপির উদ্দেশে বলেন, এটা হিন্দুস্তান, একে হিন্দুস্তানই রাখুন, দুষ্কৃতকারীদের স্থানে পরিণত করবেন না। আমি বলছি না তারা সরাসরি এটা করাচ্ছে, কিন্তু সরকার পরোক্ষভাবে বিজেপি সংশ্লিষ্ট সংগঠন ভিএইচপি, বজরং দল এবং গো-রক্ষকদের উৎসাহ দিচ্ছে। তখন এ বিষয়ে পার্লামেন্টের দুই কক্ষেই সরকারের সঙ্গে বিরোধীদের তীব্র বাদানুবাদ হয়। এক পর্যায়ে শীর্ষ বিজেপি নেতা ও অর্থমন্ত্রী অরুন জেটলি গরু নিয়ে সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না বলে রাজ্যসভায় জানান। এদিকে মঙ্গলবার দিল্লীর ঐতিহাসিক লালকেল্লায় কয়েক হাজার মানুষের সামনে ভাষণে মোদি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব। ভারত আজ দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তি পালন করছে। সুদীর্ঘ ব্রিটিশ শাসনের অবসানের পর দেশটি স্বাধীনতা লাভ করে। হিন্দু জাতীয়তাবাদী নেতা তার বক্তৃতায় বলেন, সমুদ্র অথবা স্থল সীমান্ত, সাইবার বা মহাকাশ সকল ক্ষেত্রে ভারত শত্রুদের মোকাবেলায় সক্ষম। আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনকারীদের প্রতিহত করার মতো শক্তি আমাদের রয়েছে।
×