ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেলুচিস্তানে জঙ্গী হামলায় সাত সেনা নিহত, আহত তিন

প্রকাশিত: ০৩:৩৬, ১৬ আগস্ট ২০১৭

বেলুচিস্তানে জঙ্গী হামলায় সাত সেনা নিহত, আহত তিন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গীদের হামলায় আধা সামরিক বাহিনীর সাত সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রদেশটির হারনাই ও পাঞ্জগুর জেলায় পৃথক দুটি হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, হারনাই জেলার খোস্ত এলাকা দিয়ে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর একটি গাড়ি বোমা হামলার শিকার হয়। রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী ওই বোমার বিস্ফোরণে ছয় সেনা নিহত হন এবং গাড়িটির চালক ও একজন নন-কমিশন্ড কর্মকর্তা আহত হন। ওই ছয় সেনা ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র আনওয়ারউল হক কাকার। আহত দুই সেনার আঘাতও গুরুতর বলে জানিয়েছেন তিনি। তাদের কোয়েটার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার সেনারা খোস্তের তল্লাশিচৌকি ও শাহরাগ কয়লাখনি এলাকার মধ্যে টহল দিচ্ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিস্ফোরণে তাদের বহনকারী গাড়িটি ধ্বংস হয়ে যায়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে হাতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। অপরদিকে পাঞ্জগুর জেলার নাগ এলাকায় টহল দেয়ার সময় আধাসামরিক বাহিনীর আরেকটি গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। -ডন
×