ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার সময় আদালত কোথায় ছিল?’

প্রকাশিত: ০৫:২৬, ১৫ আগস্ট ২০১৭

‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার সময় আদালত কোথায় ছিল?’

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাহী বিভাগের বিভিন্ন কাজের বিষয়ে উচ্চ আদালতের নানা নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেশের উচ্চ আদালত এত কাজ করছে। এখন দেখি সরকারের আর কোন কাজ করার দরকার পড়ে না। সবই উচ্চ আদালত বলে দিচ্ছে। খাল খনন থেকে শুরু করে একজন দারোয়ান সরানোর নির্দেশনা পর্যন্ত উচ্চ আদালত দিচ্ছে। হজে যাওয়া নিয়েও নির্দেশ দিয়েছে। জাতির কয়েকজন বেঈমান যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, চার জাতীয় নেতাকে হত্যা করেছে, একটি কালো আইন করে হত্যাকারীদের নিরাপত্তা দিয়েছেÑ তখন কোথায় ছিল উচ্চ আদালত? সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সতীর্থ-স্বজন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক রাহাত খান। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শহীদ বুদ্ধিজীবী আলী চৌধুরীর কন্যা ডাঃ নুজহাত চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। জাতির জনককে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে যখন বিচারের পথ রুদ্ধ করে রাখা হয়েছিল, সে বিষয়ে আদালতের ভূমিকা না থাকা নিয়ে প্রশ্ন তুলে মোহাম্মদ নাসিম বলেন, কোথায় ছিল সে সময় আদালত? কেউ তো বলেনি আমি বিচারক, ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার আছে। আমি নির্দেশ দিলাম এ কালো আইন বাতিল করে বিচার করা হোক। কোন আদালত নির্দেশ দেয়ার সাহস পায়নি। বিএনপি নেতা মওদুদ আহমদের কড়া সমালোচনা করে তিনি বলেন, মওদুদের কথা শুনে এখন প্রেসক্লাব গরম হয়ে উঠে। কী আইনের কথা বলে এ লোকটি? এ ব্যক্তি যখন আইনমন্ত্রী ছিল ২০০১ সালের পর কত বার বলেছেনÑ বঙ্গবন্ধুর হত্যার বিচার হচ্ছে না, বিচারক পাওয়া যাচ্ছে না। কত বড় ভ- এ লোকটা দেখেন, রায় হওয়ার পরও প্রায় পাঁচ বছর দ- কার্যকর হয়নি শুধু আপীল করা হয়নি বলে। সে (মওদুদ) বিচারক পরিবর্তন করে রায় দেয়ার আগে। আজ এ ব্যক্তি বিচারকদের নিয়ে বড় বড় কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, জাতির কয়েকজন বেঈমান যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, চার জাতীয় নেতাকে হত্যা করেছে, একটি কালো আইন করে হত্যাকারীদের নিরাপত্তা দিয়েছে তখন কোথায় ছিল আদালত? তিনি বলেন, বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করছে। কিসের সহায়ক সরকার? বাংলাদেশের জনগণই সহায়ক সরকার। এসব কথা বলে লাভ নেই। সারাবিশে^র সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়ে বাংলাদেশেও সেভাবেই হবে। প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা যে সকল দেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যে দেশে পালিয়ে আছে, সেই সকল দেশগুলোর প্রতি ১৬ কোটি মানুষের পক্ষ থেকে অনুরোধ জানাব আপনারা খুনিদের ফিরিয়ে দিন। যে সমস্ত দেশ মানবতার কথা বলে, তাদের বলব খুনিদের ফিরিয়ে দিন। এরা আত্মস্বীকৃত খুনি। তাই তাদের প্রতি মানবতা দেখাবেন না।
×