ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সজীব কুমার বসু;###;প্রাবন্ধিক;###;বি.এ (সম্মান) ১ম শ্রেণি ;###;এম. এ ১ম শ্রেণি;###;এম. ফিল গবেষক, ;###;দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৪:৫৮, ১৫ আগস্ট ২০১৭

বিসিএস কর্নার

১. নিচের কোন রাসায়নিককে কস্টিক সোডা বলা হয় ক. সোডিয়াম হাইড্রোক্সাইড খ. সোডিয়াম সালফেট গ. সোডিয়াম বাইকার্বোনেট ঘ. সোডিয়াম ক্লোরেট ২. এ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরির কাজে ব্যবহৃত হয় ক. জার্মান সিলভার খ. গান মেটাল গ. এ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ঘ. ডুরালুমিন ৩. সমান আয়তনের কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন রাসায়নক প্রক্রিয়ায় মেশালে কি উৎপন্ন হয় ক. কার্বলিক এ্যাসিড খ. সোডি বাইকার্ব গ. কার্বন ব্ল্যাক ঘ. ওয়াটার গ্যাস ৪. নিচের কোনটির কারণে লোহাতে মরিচা ধরে ক. অক্সিজেনের সংযুক্তিকরণ খ. অক্সিজেনের বিযুক্তিকরণ গ. হাইড্রোজেনের সংযুক্তিকরণ ঘ. হাইড্রোজেনের বিযুক্তিকরণ ৫. সাবান প্রস্তুতিতে তেল ও চর্বির বিয়োজন ঘটে নিচের কোনটির সঙ্গে ক. কস্টিক সোডা খ. সোডিয়াম নাইট্রেট গ. ক্যালসিয়াম কার্বোনেট ঘ. পটাসিয়াম অক্সাইড ৬. এ্যাটমিক থিয়োরির জনক কে ক. মেডেলিফ খ. মোসলে গ. ভালটন ঘ. কেভেন্ডিম ৭. নিচের কোন যৌগটির সাধারণ নাম ফসজিন ক. ফসফরাস অক্সিক্লোরাইড খ. ফসফিন গ. ফসফরাস ট্রাই ক্লোরাইড ঘ. কার্বোনিল ক্লোরাইড ৮. পামটপ কি ? ক. ছোট কুকুর খ .পর্বতারোহন সামগ্রী গ. বাদ্যযন্ত্র ঘ.ছোট কম্পিউটার ৯. কোন সামন্তধারার ৪র্থ পদের মান ১৫। ধারাটির সাধারণ অন্তর ২ হলে প্রথম পদ কত ? ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১১ ১০. একটি পঞ্চভূজের সমষ্টি Ñ ক. ৪ সমকোন খ. ৬ সমকোন গ. ৮ সমকোন ঘ. ১০ সমকোন ১১. কোন শ্রেণির ৩০ জন ছাত্রের ২০জন ফুটবল ও ১৫জন ক্রিকেট খেলা পছন্দ করে। প্রত্যেকে অন্তত একটি খেলা পছন্দ করলে, কতজন উভয় খেলাই পছন্দ করে ? ক. ৬ খ. ৮ গ. ৫ ঘ.৭ ১২. সরল সুদের হার শতকরা কত হলে ৮ বছর সুদে আসলের তিনগুন হবে ? ক.১২.৫০% খ. ২০% গ.২৫% ঘ. ১৫% ১৩. অনুপাত কী ? ক. একটি পূর্ণসংখ্যা খ .একটি মোলিক সংখ্যা গ. একটি ভগ্নাংশ ঘ. একটি জোড়সংখ্যা ১.ক ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. গ
×