ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ

প্রকাশিত: ০৪:৪৬, ১৫ আগস্ট ২০১৭

মানিকগঞ্জে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে রবিবার মানিকগঞ্জে মানববন্ধন, বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কর্মসূচী পালিত হয়েছে। সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে আংশ নেয় মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনিয়াস নলেজ (বারসিক), তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন, কাকজোর গোল্ডেন ক্লাব, বৈন্যা উল্কা ক্লাব, সাবিসসহ কয়েকটি সংগঠন। মানববন্ধন কর্মসূচীতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারসিকের সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রিপন আনছারী, জাগো বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিএম খোরশেদ প্রমুখ। বক্তারা সড়ক দুর্ঘটনা মামলায় সাজাপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে নিম্ন আদালতে দেয়া রায় উচ্চ আদালতে বহাল রাখার দাবি জানান। এছাড়া, দুর্ঘটনাস্থলে নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে একটি ম্যুরাল নির্মাণ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়ায় রেললাইন স্থাপন, ঢাকা-আরিচা মহাসড়ককে ফোর লেনে উন্নীতকরণ, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো থেকে বিরত থাকা, অদক্ষ চালককে দক্ষ করে গড়ে তোলাসহ নিরাপদ সড়কের দাবি জানান। প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল চলচ্চিত্রের শূটিং স্পট থেকে ফেরার পথে ঢাকা-আরিচা সড়কের জোকা নামকস্থানে বাসের সঙ্গে মাইক্রোবাকের সংঘর্ষে মাইক্রোবাসের আরোহী তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজ আল মাহমুদ ফায়জুল কবীর বাস ড্রাইভার জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- দেন। আসামি আপীল করায় বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন।
×