ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবনানন্দ দাশের কবিতায় কল্পরূপের প্রযোজনা ‘প্রেম ও নির্জনতার মতো’

প্রকাশিত: ০৪:৪৬, ১৫ আগস্ট ২০১৭

জীবনানন্দ দাশের কবিতায় কল্পরূপের প্রযোজনা ‘প্রেম ও নির্জনতার মতো’

স্টাফ রিপোর্টার ॥ জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে নির্মিত কল্পরূপের আবৃত্তি প্রযোজনা ‘প্রেম ও নির্জনতা’। এটি সংগঠনের তৃতীয় প্রযোজনা। প্রযোজনাটি গত শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তের মঞ্চস্থ হয়। প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন শাওন হাসনাত। জীবনানন্দ দাশের প্রকাশিত ও অপ্রকাশিত সাড়ে ৭০০ কবিতা থেকে ১৯টি কবিতা দিয়ে সাজানো হয়েছে ‘প্রেম ও নির্জনতা’। কবিতার মাঝে কথক নামে একটি চরিত্রকে মঞ্চে আনা হয়েছে। যে গল্প বলার ছলে তার জীবন, দর্শন ও ভাবনাকে দর্শকের কাছে তুলে ধরে। প্রযোজনাটিকে নিয়ে যায় এক বৃন্ত থেকে আরেক বৃন্তে। মোট তিনটি বৃন্ত আছে এতে। প্রথম বৃন্তে কবির প্রেম ও নির্জনতার কবিতাগুলো। দ্বিতীয় বৃন্তে রাজনীতি আর সমাজনীতি এবং সে সময়ে একজন মধ্যবিত্তের জীবন। আর শেষ বৃন্তে পরাবাস্তবতা ও মৃত্যু ভাবনা এবং মানুষ তাতে কিভাবে ক্রিয়া করে সে বিষয়টি। গল্পের কথক এক বৃন্ত থেকে আরেক বৃন্তে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত হয়ে উঠবেন নিজেই জীবনানন্দ। প্রযোজনায় কবির ‘কুড়ি বছর পরে’, ‘দুজন’, ‘সহজ’, ‘লোকেন বোসের জার্নাল’, ‘নগ্ন নির্জন হাত’, ‘অন্ধকার’, অদ্ভুত আঁধার এক’, ‘এইসব দিনরাত্রি’, ‘সুরঞ্জনা’, ‘কবি’, ‘অনেক নদীর জল’, ‘বেড়াল’, ‘হাওয়ার রাত’, ‘হে হৃদয়’, ‘আট বছর আগের একদিন’, ‘আজকের এক মুহূর্ত’ এবং ‘আমাকে তুমি কবিতা’ গুলো পাঠ করা হয়েছে। প্রযোজনায় অংশ নিয়েছেন কাজি কোয়েল, নাজমুল আহসান তরুণ, জিয়াউদ্দিন সাগর, শাওন হাসনাত, কাজি অয়ন, উম্মে হানি শৈলী, নিলুফার ইয়াসমিন হাপি, মনিরুজ্জামান রাতুল ও অনিমেষ রাইয়ান। মঞ্চ পরিকল্পনায় ছিলেন- কাজি কোয়েল, আলোক পরিকল্পনায় ফারুক খান টিটু এবং সঙ্গীতে ছিলেন জাহিদ ইসলাম। জীবনানন্দ দাশের কবিতাকে ভিন্নভাবে উপস্থাপনের শতভাগ চেষ্টা ছিল।
×