ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিরোপা জিতলেন আলেক্সান্ডার

পারলেন না ফেদেরার

প্রকাশিত: ০৪:৪২, ১৫ আগস্ট ২০১৭

পারলেন না ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ আশা জাগিয়েও ব্যর্থ হলেন রজার ফেদেরার। ২০ বছরের তরুণের কাছে হেরে গেলেন সুইস তারকা। রবিবার রজার্স কাপের ফাইনালে ফেদেরারকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতলেন আলেক্সান্ডার জেভরেভ। চলতি মৌসুমটা দারুণ কাটাচ্ছেন রজার ফেদেরার। শুরুটা করেছিলেন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর সদ্য সমাপ্ত উইম্বলডনের জিতেছেন রেকর্ড ১৯তম গ্র্যান্ডসøাম। সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনে জয়ের পর অপেক্ষায় আছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার স্থানটা পাকা পোক্ত করার। এ সমীকরণ মাথায় রেখে দুর্দান্ত খেলেই মন্ট্রিলে ফাইনালে ওঠেন রজার ফেদেরার। কিন্তু স্বপ্নটা পূরণ হলো না তার। এর জন্য অপেক্ষা করতে হবে সিনসিনাটি ওপেন পর্যন্ত। অঘটন যে লুকিয়ে ছিল, সেটা হয়তো আঁচ করতে পারেননি ফেদেরার। টুর্নামেন্টের ফাইনালে জার্মান তারকা আলেক্সান্ডার জেভরেভের কাছে সরাসরি সেটে পরাজিত হন তিনি। এ নিয়ে তৃতীয়বার জেভরেভের কাছে হেরে গেলেন ৩৬ বছর বয়সী ফেদেরার। আর ক্যারিয়ারের তৃতীয় শিরোপা ঘরে তুললেন জার্মান তরুণ জেভরেভ। সেই শ্রীলঙ্কাই পাকিস্তান যাবে! স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে প্রাণ খোয়াতে বসেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সন্ত্রাসী হামলা হয়েছিল অতিথি টিম বাসের ওপর। মারা গিয়েছিলেন ছয় নিরাপত্তাকর্মী ও দুজন বেসামরিক নাগরিক। অল্পের জন্য রক্ষা পান মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা। তারপর থেকে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি বড় কোন ক্রিকেটীয়দেশ। জিম্বাবুইয়ে-আফগানিস্তানের মতো ছোট দলগুলোকেই শুধু দেখা গেছে পাকিস্তাান সফরে। তবে সাত-আট বছর পর যেন সেই ঘটনার কথা ভুলেই গেছে শ্রীলঙ্কা। তারাই এবার যেতে চায় পাকিস্তাান সফরে।
×