ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ ম্যাচ নিষিদ্ধ রোনাল্ডো

প্রকাশিত: ০৪:৪১, ১৫ আগস্ট ২০১৭

পাঁচ ম্যাচ নিষিদ্ধ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে দুর্দান্ত সময় কাটানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারও মৌসুম শুরু করেছেন দারুণভাবে। রবিবার স্প্যানিশ সুপার কাপে বার্সিলোনার বিরুদ্ধে চোখ ধাঁধানো গোল করেন। তবে গোল করার পর লালকার্ডও দেখেছেন। কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার অপরাধে রোনাল্ডো নিষিদ্ধ হয়েছেন পাঁচ ম্যাচ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। রোনাল্ডোর ধাক্কা দেয়ার বিষয়টি নিয়ে রিপোর্ট করেন ম্যাচের রেফারি রিকার্ডো ডি দে বার্গস বেনগোয়েক্সিয়া। এই রিপোর্ট নিয়ে ডিসিপ্লিনারি কমিটি খতিয়ে দেখে শাস্তি দিয়েছে রোনাল্ডোকে। নিয়মানুযায়ী, রেফারির সঙ্গে অশোভনমূলক আচরণ করলে ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হয় খেলোয়াড়রা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী বলা আছে, খেলা চলাকালীন বা খেলা শেষ হওয়ার পর কোন খেলোয়াড় রেফারির প্রতি সামান্য উগ্র আচরণ করলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া ম্যাচ পরিচালনাকারী রেফারিদের শরীর স্পর্শ বা ধাক্কা দিলেই শাস্তি পেতে হবে খেলোয়াড়দের। যেই শাস্তি সর্বনিম্ন ৪ ম্যাচ ও সর্বোচ্চ ১২ ম্যাচও হতে পারে। সুপার কাপের ম্যাচের ৮২ মিনিটে পড়ে গিয়ে পেনাল্টির জন্য আবেদন করেন রোনাল্ডো। কিন্তু রেফারির চোখে সেটি ছিল ‘ইচ্ছাকৃত ডাইভ’। তাই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। প্রথমটি দেখেছিলেন গোলের পর জার্সি খোলার অপরাধে। তাই দুই হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সি আর সেভেনকে। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে ৪ ম্যাচ নিষিদ্ধ হলে তা শুধু সুপার কাপের জন্য প্রযোজ্য হতো। এখন ৫ ম্যাচ নিষিদ্ধ হওয়ায় স্প্যানিশ লীগে তা প্রযোজ্য হবে। দলের সেরা তারকার শাস্তি মেনে নিতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক সার্জিও রামোস।
×