ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু

প্রকাশিত: ০৪:৪০, ১৫ আগস্ট ২০১৭

ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের লিওতে শুরু হয়েছে ব্রিজ বিশ^কাপের ৪৩তম আসর। তাস খেলার সর্বোচ্চ এই আসরে এই প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ দল তাদের লক্ষ্যের কথা জানিয়েছিল- দ্বিতীয় রাউন্ডে যাবার। অভিষেকেই সেই লক্ষ্য পূরণের পথে ধীরে ধীরে এগোচ্ছে লাল-সবুজরা। প্রথম রাউন্ডের ম্যাচেই মেক্সিকোকে ৪৫-১২ পয়েন্টে হারিয়ে দারুণভাবে শুরু করে তারা। দ্বিতীয় রাউন্ডে অবশ্য ১৯-৩০ পয়েন্টে হেরে যায় ব্রাজিলের কাছে। তৃতীয় রাউন্ডে আবারও জয়ের ধারায় ফেরে ব্রিজ টাইগাররা। এবার তারা হারায় ইতালিকে ২৩-২০ পয়েন্টে হারিয়ে। তবে হল্যান্ডের কাছে চতুর্থ রাউন্ডে ২৬-২৩ পয়েন্টে আক্ষেপের হার হারে। বিশ্বের আটটি জোন থেকে মোট ২২টি দল ৪৩তম ব্রিজ বিশ্বকাপে অংশ নিচ্ছে। রাউন্ড রবীন লীগ পদ্ধতির এই খেলায় বাংলাদেশ ২১ ম্যাচ খেলবে। এই পর্বের সেরা আট দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। আর এই দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নই দেখছে মুশফিকুর রহমান মোহনের দল। ব্রিজ বিশ^কাপে বাংলাদেশের আরেকটা দল (জুনিয়র দল) খেলতে পারত। তাদের সবকিছু এন্ট্রি ও নিবন্ধন করা ছিল। দেয়া ছিল হোটেল বুকিংও। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তাদের পাঠানো যায়নি। গত এক বছরে দেশে কমপক্ষে ১০টি বড় মাপের ব্রিজ টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। এখান থেকে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে নেয়া হয়। কিন্তু প্রচার অভাবে এবং মিডিয়ার সঙ্গে সমন্বয়হীনতার কারণে অনেক খেলোয়াড়ই টুর্নামেন্টগুলোতে অংশ নিতে পারেনি। এক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের সহায়তা চেয়েছে ফেডারেশন। তাদের এই মুহূর্তের চাওয়া হচ্ছে- ফেডারেশনের নিজস্ব খেলোয়াড়দের জন্য কমপক্ষে ছয় হাজার স্কয়ার ফিটের একটি ভেন্যু। জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারে ১০ ও ১৬ তলায় দুটি রুম অনেক বছর ধরেই ফাঁকা এবং অব্যবহৃত পড়ে আছে। ব্রিজ ফেডারেশন রুম দুটি অস্থায়ীভিত্তিতে চেয়ে আবেদন করেছে ক্রীড়া পরিষদের কাছে।
×