ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবশেষে জয়ের দেখা পেল মোহামেডান

প্রকাশিত: ০৪:৩৯, ১৫ আগস্ট ২০১৭

অবশেষে জয়ের দেখা পেল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ আগের তিন ম্যাচের প্রতিটিতেই হার। গোলও হজম করেছিল হালিখানেক। সেটা পুষিয়ে দিতেই হয়ত চতুর্থ ম্যাচেই দারুণভাবে ঝলসে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে সোমবার অনুষ্ঠিত বৃষ্টিভেজা-কাদামাখা মাঠের একমাত্র ম্যাচে তারা শোচনীয়ভাবে হারের স্বাদ দিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে। ৪ ম্যাচে এটা মোহামেডানের প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে তারা একাদশ স্থান থেকে একলাফে উঠে এলো অষ্টম স্থানে। পেছনে ফেলল ওই স্থানে থাকা ফরাশগঞ্জকেই! সমান ম্যাচে এটা ফরাশগঞ্জের তৃতীয় হার। তাদেরও পয়েন্ট ৩। তবে গোলগড়ে পিছিয়ে থাকায় তারা (৬) মোহামেডানের (+০) একধাপ নিচে। ফরাশগঞ্জ ৪-৪-২ এবং মোহামেডান ৪-৩-৩ ফর্মেশনে খেলা শুরু করে। গত লীগের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে এই লীগে চমক সৃষ্টি করা ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ পয়েন্ট টেবিলের একাদশ দলটির কাছে যে এভাবে অসহায় আত্মসমপর্ণ করবে, তা খেলার শুরুতে বোঝা যায়নি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ‘সাদাকালো’ খ্যাত মোহামেডান। ১২ বারের লীগ শিরোপাধারীরা তছনছ করে ফেলে ফরাশগঞ্জের রক্ষণদুর্গ। দুই ম্যাচ পর এদিন মোহামেডানের ডাগআউটে দেখা যায় তাদের ভারতীয় কোচ সৈয়দ নাইমউদ্দিনকে। ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিজ দেশে যাওয়ায় মাঝের দুই ম্যাচ মোহামেডানের ম্যাচে ছিলেন না ৭৩ বছর বয়সী এই কোচ। ১৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে মোহামেডানের মিডফিল্ডার-অধিনায়ক ফয়সাল মাহমুদ উড়ন্ত ক্রস ফেলেন। তা থেকে বা পায়ের সংযোগ ঘটিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড বিপলু আহমেদ (১-০)। ২৪ মিনিটে সতীর্থ অনিক হোসেনের কাছ থেকে থ্রু পাস পান তকলিস আহমেদ। চাতুর্যের সঙ্গে তিনি ফরাশগঞ্জের ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজকে ডজ দিয়ে ঢুকে পড়েন বক্সে। এরপর চলন্ত বলে ডান পায়ের তীব্র গড়ানো শট করেন ফরোয়ার্ড তকলিস, যা ফেরানোর কোন উপায় জানা ছিল না গোলরক্ষক অসীম দাসের (২-০)। ২৮ মিনিটে মোহামেডানের মিডফিল্ডার অনিক হোসেন বল পেয়ে গতিতে পেছনে ফেলেন ফরাশগঞ্জের দুই ডিফেন্ডারকে। বল নিয়ে ঢুকে পড়েন ফরাশগঞ্জের বক্সে। অসীম এগিয়ে এলেও কাজ হয়নি। অনিকের ডান পায়ের গড়ানো শট তাকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে (৩-০)। ৬০ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে বল নিয়ে বক্সে পড়ে গিয়েও সাইডভলি করে গোল করেন (৪-০)। রেফারি অবশ্য অফসাইডের বাঁশি বাজান। পরে অবশ্য সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্তই দেন তিনি। শেষ পর্যন্ত হালিখানেক গোল হজমের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়ে আবু ইউসুফের শিষ্যরা। প্রিমিয়ার লীগে আজ কোন ম্যাচ নেই, বিরতি।
×