ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সিলোনাকে বিধ্বস্ত করে শিরোপার পথে রিয়াল

প্রকাশিত: ০৪:৩৮, ১৫ আগস্ট ২০১৭

বার্সিলোনাকে বিধ্বস্ত করে শিরোপার পথে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘটনাবহুল মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের দল। ন্যুক্যাম্পে প্রথম লেগ জিতে শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগের ম্যাচ। ন্যুক্যাম্পের এই ম্যাচে ছিল পরতে পরতে উত্তেজনা। যা কিছু থাকার সবই ছিল, দুই দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পেয়েছেন। আবার লালকার্ড দেখেছেন সি আর সেভেন। রেফারি বিতর্কিত বাঁশি নিয়ে শোরগোল হচ্ছে। আত্মঘাতী গোল করেছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। এত সবের মাঝে না থেকেও ছিলেন নেইমার। এই প্রথম ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মাঠে নামে কাতালানরা। আর নেইমারের অভাবটা হাড়ে হাড়ে অনুভূত হয়েছে। নেইমারবিহীন বার্সা যেমন হেরেছে, তেমনি নেইমারকে নিয়ে ফরাসী লীগ ওয়ানে জিতেছে পিএসজি। নিজেদের মাঠে বেশিরভাগ সময় বলের দখল ধরে রেখেছিল বার্সিলোনা। কিন্তু ফলাফল তাদের পক্ষে যায়নি। উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর ৫০ মিনিটে রিয়াল ম্যাচের প্রথম গোলটি পায় বার্সার রক্ষণভাগের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে সেটা নিজেদের জালেই জড়িয়ে দেন জেরার্ড পিকে। ৭৭ মিনিটে এই গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান মেসি। মৌসুমের প্রথম গোলটি তিনি করেন পেনাল্টি থেকে। তবে তিন মিনিট পরেই ন্যুক্যাম্পের সমর্থকদের স্তব্ধ করে দেন রিয়ালের তারকা রোনাল্ডো। অসাধারণ এক গোল করে দলকে তিনি বসিয়ে দেন চালকের আসনে। গত এপ্রিলে সান্টিয়াগো বার্নাব্যুতে গোল করার পর মেসি যেভাবে জার্সি খুলে উদযাপন করেছিলেন, ঠিক সেভাবেই গোল উদযাপনে মেতে ওঠেন সি আর সেভেন। যে কারণে দেখেন হলুদ কার্ড। কিন্তু তার এই আনন্দ মাটি হয়ে যায় কয়েক মিনিট পরেই। ৮২ মিনিটে বল পেয়ে বার্সিলোনার সীমানায় ঢুকে পড়েন রোনাল্ডো। বার্সিলোনার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। পেনাল্টি পেতে ইচ্ছাকৃত ডাইভ দেয়ার অভিযোগে তাকে দ্বিতীয় কার্ড দিয়ে লালকার্ড দেখান ম্যাচের রেফারি। ফলে মাঠ ছাড়তে হয় সি আর সেভেনকে। মাঠ ছাড়ার আগে রেফারিকে ধাক্কাও দেন ইচ্ছাকৃতভাবে। এ কারণে বড় শাস্তি হতে পারে তার। এতে অবশ্য রিয়ালের জয় পেতে কোনো সমস্যা হয়নি। বরং ৯০ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে শেষ গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ বার্নাব্যুতে। লাল কার্ড দেখার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো। ম্যাচ শেষে অবশ্য রেফারির কড়া সমালোচনা হচ্ছে। রিয়াল সমর্থকরা দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবেই রোনাল্ডোকে লালকার্ড দেখানো হয়েছে। দলটির কোচ জিনেদিন জিদানও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। এমন বাজেভাবে হারের পরও খুব বেশি হতাশা দেখাননি বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে। তিনি বলেন, স্কোরবোর্ড যেমনটা ইঙ্গিত করছে, আমরা রিয়াল মাদ্রিদ থেকে ততটা দূরে ছিলাম না বলে আমি মনে করি। তারা তিনটি গোল করেছে। কিন্তু ম্যাচটি আমরা ভালো খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। আমি মনে করি না, আমাদের গোল করার সক্ষমতার অভাব ছিল। কিন্তু তারা বেশি নিখুঁত ছিল। রিয়ালের দুটি গোল অসাধারণ উল্লেখ করে বার্সা বস বলেন, ম্যাচটি ছিল সমানে-সমান। তাদের শক্তিশালী একটি সেন্ট্রাল মিডফিল্ড ছিল যা ভেতরে খেলাটা কঠিন করে তোলে। এখন আমরা দ্বিতীয় লেগ খেলব। একটি পরাজয়ে বা একটি জয়ে ব্যাপারগুলো কখনই শেষ হয়ে যায় না।
×