ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফরেই ফিরছেন গেইল

প্রকাশিত: ০৪:৩৭, ১৫ আগস্ট ২০১৭

 ইংল্যান্ড সফরেই ফিরছেন গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ইংল্যান্ড সফরেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। এমন ইঙ্গিত দিয়েছেন খোদ দেশটির নতুন ক্রিকেট বোর্ডের (ডব্লিউইআইসিবি) নির্বাহী প্রধান জনি গ্রেভ। তিনি বলেন, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে এভিন লুইসের দুর্দান্ত সেঞ্চুরি আমাকে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের কথা স্মরণ করিয়ে দেয়। আমি আশা করছি ইংল্যান্ড সফরে তাদের দলে দেখাতে পারব। আবার ব্যাট হাতে দেশকে জেতাবে ওরা।’ ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের বাইরে রয়েছেন গেইল। আর গত বছর টি২০ বিশ্বকাপের পর সম্প্রতি ঘরের মটিতে ভারতের বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন বিশ্ব ক্রিকেটে ঝড়ো ব্যাটিংয়ের প্রতিমূর্ত হয়ে ওঠা তুখোড় এ উইলোবাজ। জানুয়ারিতে গ্রেভ চীফ এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হওয়ার পর নতুন বাতাস বইতে শুরু করে। এর আগে প্রফেশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সঙ্গেও কাজ করেছেন তিনি। কাজ করেছেন খেলোয়াড় এবং প্রশাসকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে। দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্প্রতি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতির মধ্য দিয়ে আবারও ওয়ানডেতে ফিরছেন গেইল। সেপ্টেম্বরে পাঁচ ওয়ানডে খেলতে ইংল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ডারহামের চেস্টার-লি শহরে একটি টি২০ ম্যাচ খেলবে দু’দল। বেতনভাতাসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব ও মতবিরোধ চলে আসছিল।
×