ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ ভারতের ইতিহাস

প্রকাশিত: ০৪:৩৭, ১৫ আগস্ট ২০১৭

শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ ভারতের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ডে রেকর্ডে একাকার। জয়, জয় এবং জয়। ‘নাম্বার ওয়ান’ কোহলিদের এমন সফরে নতুন কোন ইতিহাস সঙ্গী না হলে সেটাই বরং বেমানান হতো। মাত্র আড়াই দিনেই পাল্লেকেলের শেষ হাসিতে দ্বীপদেশে প্রথমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ (৩-০) করল ভারত। ৩০৪ রান, ইনিংস ও ৫৩ রানের পর সফরকারীদের জয়টা এবার ইনিংস ও ১৭১ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা অলআউট ১৮১ রানে। প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালদের সংগ্রহ ছিল ১৩৫। ভারত ৪৮৭। আগের দুই ম্যাচের মতো এখনেও দুর্দান্ত ভারতের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। রেকর্ডগড়া সেঞ্চুরিতে (৯৬ বলে ১০৮) ম্যাচসেরা তরুণ হারদিক পান্ডিয়া। দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৫৮ রান করে সিরিজসেরা ওপেনার শিখর ধাওয়ান। ডাম্বুলায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে রবিবার। নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের মাটিতে টেস্টে শ্রীলঙ্কার এটি মাত্র দ্বিতীয়বার ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার লজ্জা। এর আগে ২০০৪ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে এমন লজ্জায় ডুবেছিল স্বাগতিকরা। আর ভারত দেশের বাইরে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম কোন দলকে ‘হোয়াইটওয়াশ’ করল। পাশাপাশি তারা শ্রীলঙ্কায় টানা পাঁচটি টেস্ট জিতল। পাঁচটিই আবার বিরাট কোহলির নেতৃত্বে। ২০১৫ সালে গলের প্রথম টেস্টের পর দ্বীপদেশে আর কোন টেস্ট ড্র কিংবা হারেনি ভারতীয়রা। এ ছাড়া দেশের বাইরে কোন সিরিজে ভারতের তিন ম্যাচের ব্যবধানে জয়ের মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ড সফরে ভারত সিরিজ জিতেছিল ৩-১ এ। শ্রীলঙ্কা ১৯/১= দিমুথ করুণারতেœ ১২ ও মিলিন্ডা পুষ্পকুমারা শূন্য রান নিয়ে সোমবার তৃতীয়দিন শুরু করেছিলেন। তৃতীয় ওভারেই করুণারতেœকে (১৬) অজিঙ্কা রাহানের ক্যাচ বানিয়ে বিদায় করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একটু পর পুষ্পকুমারাকে ফেরান পেসার মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯/৪! লাঞ্চের আগে আর কোন বিপদ হতে দেননি অধিনায়ক চান্দিমাল ও এ্যাঞ্জেলো ম্যাথুস। লাঞ্চের পর দুইজন দলের সংগ্রহটা এক শ’ পার করেছিলেন। এরপরই চান্দিমালকে (৩৬) ফেরান চায়নাম্যান কুলদীপ যাদব। খানিক বাদেই ম্যাথুস (৩৬) ফিরেছেন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর নিরোশান দিকওয়েলার ৪১ ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। তাতে প্রথমবারের মতো টানা দুই টেস্টে ইনিংস হারের লজ্জায় ডোবে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার অশ্বিন। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন শামি। উমেশ যাদব ২টি ও কুলদীপের শিকার একটি করে। পাল্লেকেলে টেস্টের অন্যতম আকর্ষণ পান্ডিয়ার সেঞ্চুরি। আট নম্বরে নেমে মাত্র ৮৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন নতুন রেকর্ড। শেষ পর্যন্ত ৯৬ বলে ১০৮। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। এর মধ্যে এক ওভারে ২৬ রানের পথেও নিজ দেশের পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন ২৩ বছর বয়সী গুজরাট তারকা। ফাস্টক্লাসে অভিষেক সেঞ্চুরি টেস্ট দিয়ে- ভারতের ইতিহাসে মাত্র পঞ্চম ঘটনা এটি। শ্রীলঙ্কার মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ (১৮৮) রান করেছেন ধাওয়ান (১১৯) ও লোকেশ রাহুল (৮৫)। যেখানে টানা সাত ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গ্রেট রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন রাহুল।
×