ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি মৌসুমে টানা ছয়টি ফাইনালে হারলেন ডেনিশ টেনিস তারকা

ওজনিয়াকিকে হারিয়ে চ্যাম্পিয়ন সিতলিনা

প্রকাশিত: ০৪:৩৭, ১৫ আগস্ট ২০১৭

ওজনিয়াকিকে হারিয়ে চ্যাম্পিয়ন সিতলিনা

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও ব্যর্থ হলেন ক্যারোলিন ওজনিয়াকি। আরও একটি ফাইনালে লজ্জাজনক পরাজয়কে সঙ্গী করে কোর্ট ছাড়লেন ডেনমার্কের এই টেনিস তারকা। রবিবার ডব্লিউটিএ রজার্স কাপে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন এলিনা সিতলিনা। শিরোপা জয়ের লড়াইয়ে টুর্নামেন্টের পঞ্চম বাছাই সিতলিনা এদিন ৬-৪ এবং ৬-০ সেটে পরাজিত করেন ক্যারোলিন ওজনিয়াকিকে। সেই সঙ্গে ২০১৭ সালের পঞ্চম শিরোপা জয়ের স্বাদ পেলেন এলিনা সিতলিনা। আর ড্যানিশ টেনিস তারকার বিপক্ষে চলতি মৌসুমের দ্বিতীয় ফাইনাল জয়। ওজনিয়াকিকে হারাতে সিতলিনা এদিন সময় নেন মাত্র ৭৭ মিনিট। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে সিতলিনা পেয়েছেন ৫০২,০০০ ইউএস ডলার। যে কারণে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন পঞ্চম বাছাই সিতলিনা। এ বিষয়ে ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আসলেই বিস্ময়কর। আমার জন্য এই শিরোপাটা সত্যিই খুব স্পেশাল। এখানে চ্যাম্পিয়ন হতে পেরে আমি আসলেই খুব খুশি।’ মাত্র ২২ বছর বয়স সিতলিনার। টেনিস কোর্টে কয়েক মৌসুম ধরেই আলো ছড়াচ্ছেন তিনি। গত মৌসুমটা শেষ করে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৯ নাম্বারে থেকে। তবে চলতি মৌসুমে তো অপ্রতিরোধ্য হয়ে উঠেন ইউক্রেনের এই টেনিস তারকা। টরেন্টোর আগে দুবাই, ইস্তাম্বুল, তাইওয়ান এমনকি রোমেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এবার রজার্স কাপেও নিজেকে মেলে ধরলেন দুর্দো-প্রতাপে। টুর্নামেন্টের শুরু থেকেই ফেবারিট এই টেনিস তারকা ফাইনালে উঠার পথে হারিয়েছেন শীর্ষ চার খেলোয়াড়কে। যাদের মধ্যে রয়েছেন ৩৭ বছর বয়সী ভেনাস উইলিয়ামস, সদ্য সমাপ্ত উইম্বলডনের চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা এবং রোমানিয়ার দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপও। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে এই মৌসুমে খেলা পাঁচটি টুর্নামেন্টের সবকটিতেই শিরোপার স্বাদ পেয়েছেন এলিনা সিতলিনা। গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই ইউক্রেনের প্রথম প্রমিলা খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নেন সিতলিনা। সেবারও ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়েছিলেন তিনি। এবার রজার্স কাপের শিরোপা নিজের শোকেসে তুলে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে উঠে গেলেন সিতলিনা। তবে সিতলিনার ভক্ত-অনুরাগীদের জন্য চমকপ্রদ তথ্য হলো, আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া সিনসিনাটি ওপেনে যদি ভাল করতে পারেন তাহলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করার সুযোগ রয়েছে তার। এর মূল কারণ টেনিসের সেরা তারকাদের অনুপস্থিতি। কেননা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ডসøামজয়ী আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি আর এই মৌসুমে কোর্টে ফিরতে পারছেন না। নিষেধাজ্ঞা থেকে ফিরে এলেও ইনজুরিতে ভুগছেন মারিয়া শারাপোভা। চোটের কারণে সর্বশেষ সিনসিনাটি ওপেন থেকেও তার নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। এদিকে সাবেক শীর্ষ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাও মা হওয়ার পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। গত বছরের শেষদিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হওয়া চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও ভুগছেন ফর্মহীনতায়। সেই সুযোগেই ক্যারোলিনা পিসকোভার মতো খেলোয়াড় এখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। চলতি মৌসুমে সিতলিনা যেমন দুর্দান্ত খেলছেন তেমনি আলো ছড়াচ্ছেন ওজনিয়াকিও। কিন্তু দুর্ভাগ্য ড্যানিশ তারকার। সিতলিনা যেমন পাঁচ টুর্নামেন্টের ফাইনাল খেলে সবকটিতেই জয়ের দেখা পেয়েছেন বিপরীতে ক্যারোলিন ওজনিয়াকি তার ছয় টুর্নামেন্টের সবকটির ফাইনালেই হার নিয়ে কোর্ট ছেড়েছেন। তবে এখনও আশা ছাড়ছেন না ওজনিয়াকি। এ প্রসঙ্গে রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জন্য দিনটা খুব কঠিন ছিল। সে (সিতলিনা) খুবই ভাল খেলেছে। কোর্টে আমাকে সহজে খেলার সুযোগ দেয়নি। তবে আমি আশা করি, ট্রফি জয়ের আরেকটি সুযোগ পাব।’ তবে সেই সময়টা কখন? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×