ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৭, ১৫ আগস্ট ২০১৭

টুকরো খবর

বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৪ আগস্ট ॥ ডিজিটাল পদ্ধতিতে কেশবপুরের ১১ শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। ছাত্রছাত্রীদের নিয়মিত হাজিরা, ঝরে পড়া বন্ধ ও ইন্টারনেটভিত্তিক লেখাপড়ার জন্য কেশবপুরে শুরু হলো- ডিজিটাল লেখাপড়া। রবিবার সন্ধ্যায় কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। সহকারী কমিশনার কবির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাজেদুর রহমান খান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমির হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক টিএম জাকির হোসেন প্রমুখ। বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ আগস্ট ॥ চা বানাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাভারে নুরে আলম শিবলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় আলী আশরাফের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে নুরে আলম ইলেক্ট্রিক কেটলিতে চা বানানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত সাভার এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠি, নলছিটিতে বিদ্যুতস্পৃষ্টে সাকিব হাওলাদার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় দক্ষিণ দুদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ছেঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। শিশু সাকিব ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত। জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের জালাল হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার সকালে পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দক্ষিণ দুদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আমড়া পাড়তে ওঠে। লাঠি দিয়ে আমড়া পাড়ার সময় সে বিদ্যুতায়িত হয়। খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আব্দুর রহিম নামে এক যুবককে একটি বন্দুক ও দুটি তাজা গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক দিঘলিয়া উপজেলা যুবলীগের একাংশের নেতা বলে স্থানীয়রা জানিয়েছে। নাটোর নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, নাটোরে অস্ত্র চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার পলাতক আসামি রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল শহরের কানাইখালী (মিরপাড়া) এলাকার মানিকের ছেলে। র‌্যাব-৫ জানায়, স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার ভাড়াকৃত বাসা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। টেকনাফে বালতি ভর্তি ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টিনের বালতিতে ভরে অভিনব পন্থায় ইয়াবা সরবরাহকালে টেকনাফ বিজিবি সদস্যরা প্রায় ৩০ লক্ষ টাকার ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। সোমবার সকালে টেকনাফ বাস স্টেশনে বিজিবি এ অভিযান চালায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪১৮ পরিবারে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৪ আগস্ট ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত’ এ সেøাগানকে সামনে রেখে মাদারীপুর পল্লী বিদ্যুত সমিতি কালকিনি উপজেলা সাব-জোনাল অফিসের উদ্যোগে উপজেলার ভবানীপুর গ্রাম ও আন্ডারচর গ্রামের ৪১৮টি পরিবারের মাঝে সোমবার দুপুরে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। এতে বিদ্যুত পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন, কালকিনির এজিএমকম মোঃ সিদ্দিকুর রহমান ও ওসি কুপা সিন্ধু বালা।
×