ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৪, ১৫ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের হত্যায় জড়িত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে সোমবার মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা যুবলীগ। বেলা ১১টা থেকে জেলা শহরের ছোটবাজার সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি, যুবলীগ নেতা রিপন রায় প্রমুখ। মুন্সীগঞ্জে শোক দিবসের তোরণে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় শোক দিবসে তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত স্থানীয় মেয়রের তোরণে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে কে-বা কারা আগুন দিয়েছে তা এখানও জানা যায়নি। আগুনে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন পুড়ে গেছে। এতে স্থানীয় নেতৃবৃন্দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেয়র শহীদুল ইসলাম শাহীন, জাতীয় শোক দিবসের তোরণে আগুন দেয়া ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
×