ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় চাটগাঁইয়্যা মেজবান

প্রকাশিত: ০৪:০৩, ১৫ আগস্ট ২০১৭

টুঙ্গিপাড়ায় চাটগাঁইয়্যা মেজবান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রতিবারের মতো এবারও টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই মেজবান। এতে প্রায় ৪০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আয়োজনে অংশ নিতে প্রায় ৫শ’ নেতাকর্মী নিয়ে টুঙ্গিপড়ায় রয়েছেন সাবেক মেয়র। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সূত্রে জানানো হয়, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় সেখানে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন রয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মহিউদ্দীন চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ২৫ হাজার মুসলিম এবং বালিয়াডাঙ্গা স্কুল মাঠে অন্যান্য ধর্মাবলম্বী ১৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। মুসলামনদের খাবারের জন্য ২৬টি গরু জবাই করে মেজবানের আয়োজন করা হয়েছে। আর অন্যান্য ধর্মাবলম্বীদের খাবারের মেন্যুতে রয়েছে ছাগল ও মুরগির মাংস। মেজবানে অংশ নিতে সোমবার সকালে বিমানযোগে ঢাকায় পৌঁছেন মহিউদ্দীন চৌধুরী। বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে ৪৬টি মাইক্রোবাস ও ৩টি বাসে করে নেতাকর্মীরাও রওনা হন ঢাকার উদ্দেশে। ঢাকার মাওয়া ফেরিঘাট থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোমবার রাতে টুঙ্গিপাড়ায় পৌঁছান মহিউদ্দিন। মেজবানের আয়োজনে রবিবারই বয়-বাবুর্চিসহ ৪০ সদস্যের একটি দল টুঙ্গিপাড়ায় পৌঁছেছে। সেখানে আজ মহিউদ্দিন নিজে উপস্থিত থেকে খাবার পরিবেশন করবেন।
×