ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ১০ জেলেকে অপহরণ

প্রকাশিত: ০৪:০২, ১৫ আগস্ট ২০১৭

সুন্দরবনে মুক্তিপণ  দাবিতে ১০ জেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে বনদস্যুরা জেলে বহরে হানা দিয়ে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করেছে। অপহৃত জেলের মহাজনদের সূত্রে সোমবার এ খবর জানা গেছে। সূত্রমতে, সোমবার ভোর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বল বুনিয়া, বগার খাল, কলামূলা এলাকায় বনদস্যু অহিদ বাহিনী, সুমন বাহিনী ও ভাই ভাই বাহিনীর ২২/২৩ জন সদস্য জেলে বহরে পৃথক পৃথক হামলা করে। এ সময় তারা রাজাপুর এলাকার জেলে ইছা বয়াতী, টিপু হাওলাদার, হাসান মিয়া, রহিম হাওলাদার, আসাদুল, লাল মিয়াসহ ১০ জেলেকে একটি নৌকাসহ অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। দস্যুরা জনপ্রতি এক লাখ টাকা করে চাঁদা দাবি করে। কোথাও ঠাঁই না পেয়ে গৃহবধূর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ইসলামাবাদে পিত্রালয় ও শ্বশুরালয়ের অত্যাচার সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। নিহত মহিলা শাবনুর হাজী পাড়ার নুরুল আমিন সওদাগরের কন্যা বলে জানা গেছে। সোমবার সকালে ডুলা ফকির মাজারের পুকুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুই বছর পূর্বে নাইক্ষ্যংছড়ির হামিদুল হক নামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে শাবনুর। বিয়ের বিষয়টি পরিবারের কেউ মেনে নেয়নি। পিত্রালয়ে এলে প্রায় সময় নির্যাতন, মারধর বাড়িতে প্রবেশ নিষেধসহ তাড়িয়ে দিত। শ্বশুরালয়েও একই অবস্থা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে শাবনুর মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। অপমান সহ্য করতে না পেরে সোমবার সকালে পুকুরে ঝাঁপ দেয়। স্থানীয়রা দীর্ঘক্ষণ পরে তার লাশ উদ্ধার করে। সাপের কামড়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ নাচোলে রবিবার রাতে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু শিশুটি উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের তাইজেল হকের মেয়ে তানিয়া (৩)। তানিয়ার পরিবার জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে তানিয়া তাদের ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় একটি বিষধর সাপ কামড় দিলে সে চিৎকার দিয়ে ওঠে।
×