ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিনে ঢেকে দেয়া হচ্ছে ঈদগাহ মাঠ

প্রকাশিত: ০৪:০২, ১৫ আগস্ট ২০১৭

বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিনে ঢেকে দেয়া হচ্ছে ঈদগাহ মাঠ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঁশ খুঁটির ফ্রেমে ত্রিপল ও শামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হচ্ছে যশোর শহরের ঈদগাহ ময়দান। বৃষ্টির দিনে ঈদ-উল-আযহার জামাত নির্বিঘ্ন করেতে এমন উদ্যোগ নিয়েছে যশোর পৌরসভা। ঈদগাহ মাঠ শুকনা রাখতে ঈদের অনেক আগেই মাঠ আচ্ছাদনের কাজ সেরে ফেলা হবে। এতে বৃষ্টি হলেও ১০ হাজারের বেশি মানুষ এবার যশোর ঈদগাহ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন। এ কাজে ১০ লাখ টাকার বেশি ব্যয় করছে যশোর পৌরসভা। যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেছেন, কয়েক বছর ধরে বর্ষার সময় ঈদ হচ্ছে। বৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে ঈদগাহ ময়দানে জামাতে ঈদের নামাজ আদায় করতে পারছেন না শহরবাসী।
×