ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে নয় শিবিরকর্মী আটক

প্রকাশিত: ০৪:০১, ১৫ আগস্ট ২০১৭

সিলেটে নয় শিবিরকর্মী আটক

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ ছাত্রলীগকর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর হামলার ঘটনায় ৯ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরতলির শ্যামলী আবাসিক এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শিবির নেতা বিশ্বনাথের মাহতাবপুর এলাকার করম আলীর ছেলে ও সিলেট সরকারী কলেজ শিবিরের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, একই কলেজের শিবিরের সাথী ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার নতুনপাড়া গ্রামের তোফায়েল আহমদ, শিবির কর্মী ও গোয়াইনঘাট উপজেলার দমদমা গ্রামের সেলিম উদ্দিন, কানাইঘাটের চড়িপাড়া গ্রামের রেজাউল করিম, ছাতক উপজেলার আনুজানি গ্রামের এমদাদ হোসেন, গোয়াইনঘাটের বহর গ্রামের কামিল আহমদ সোহেল, বিয়ানীবাজারের মাতুরা গ্রামের তারেক আহমদ, নগরীর বনকলাপাড়ার নতুন মসজিদ কোয়ার্টারের বাসিন্দা আব্দুল্লাহ, একই এলাকার নুরানী ৮২/১৪ বাসার বাসিন্দা সফি উদ্দিন, সোমবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানা পুলিশ জানায় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোবাহানীঘাটে দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য প্রদান করেছে। ঠাকুরগাঁওয়ে হিজড়া কার্যালয়ে হামলা ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ আগস্ট ॥ শহরের বশিরপাড়ায় স্থাপিত ‘প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে রবিবার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর এবং অনুদানের প্রায় তিন লাখ টাকা লুট করেছে। এ সময় বাধা দেয়ায় পাঁচ হিজড়া আহত হয়েছে। আহতরা হলোÑ প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ঝর্ণা, বাবলী, সাথী ও নাহিদ। এদের মধ্যে সংগঠনের সভাপতি রুবেলের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নিজেদের ভবিষ্যত ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি শহরের বশিরপাড়া মহল্লায় ‘প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থা’ নামে একটি সংগঠন গড়ে তোলে হিজড়ারা। রবিবার রাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ হিজড়াদের কার্যালয়ে হামলা চালায়।
×