ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাতার প্রবাসীসহ নিহত দুই

প্রকাশিত: ০৩:৫৯, ১৫ আগস্ট ২০১৭

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাতার প্রবাসীসহ  নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ আগস্ট ॥ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামকস্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় ২ জন নিহত ও আহত হয়েছে ২ জন। নিহত ব্যক্তিরা হলেন, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের কাতার প্রবাসী দুলাল মিয়া (৩৪) ও বাচ্চু মিয়া। আহতরা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ওই দিন সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কাতার ফেরত যাত্রী দুলাল মিয়া ও তার নিকটজনদের নিয়ে বাড়িতে রওনা দেন। দুপুর সোয়া ১২ টার দিকে অলিপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকার রেলগেটের কাছে পৌঁছলে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাতার প্রবাসীসহ সকল যাত্রী গুরুতর আহত হন। এদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে দুলাল মিয়া ও বাচ্চু মিয়া মারা যায়। নরসিংদীতে মাইক্রো চালকসহ দুই স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, দ্রুতগ্রামী ট্রাকের ধাক্কায় মাইক্রো চালক মহসিন (৩০) ও যাত্রী জুয়েল মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত ও অপর ৮ যাত্রী আহত হয়েছে । ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার গকুলনগর নামক স্থানে সোমবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর মাজার থেকে মাইক্রোবাসযোগে নিজ বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ফিরছিল জুয়েল মিয়া ও তার পরিবারের লোকজন। এ সময় পেছন দিক থেকে ঢাকা অভিমুখী একটি ট্রাক উল্লেখিত স্থানে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাইক্রোবাসটি ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে । ফটিকছড়িতে মোটরবাইক আরোহী নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি থেকে জানান, উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের ভুজপুর ন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় রবিবার রাত সাড়ে ৮টার সময় জিপ-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী মুহাম্মদ এমদাদ (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন, আইয়ুব খান (২৭) ও আইয়ুব আলী (২৪) নামে অপর দুই যুবক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইলে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় বাস-নসিমন সংঘর্ষে বিনা বিশ্বাস (৭৫) নিহত ও ১৪ জন আহত হন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনা নড়াইল সদরের আগদিয়াচর গ্রামের নিরোধ বিশ্বাসের স্ত্রী। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
×