ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা ॥ সেনা সদস্য স্বামী আটক

প্রকাশিত: ০৩:৫৮, ১৫ আগস্ট ২০১৭

রাঙ্গুনিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা ॥ সেনা সদস্য স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ১৪ আগস্ট ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে সেনা সদস্য স্বামী। পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে। রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ভাই বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেছে। নিহতের ভাই মনোজ কুমার বড়ুয়া বলেন, বেতাগী ইউনিয়নের বড়ুয়াড়া এলাকার মৃত ডাঃ কমল বরন বড়ুয়ার ছোট ছেলে কক্সবাজারের রামু সেনা রিজিওনের কর্পোরাল রিন্টু বড়ুয়ার (৩৪) সঙ্গে তার বোন বান্দরবান উজানিপাড়া এলাকার রুমা বড়ুয়ার (৩৬) ২০০৮ সালে বিয়ে হয়। রুমা বড়ুয়া একই এলাকার একটি বেসরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বিয়ের ৯ বছরে তাদের কোন সন্তান হয়নি। এ নিয়ে দুজনের মাঝে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার তারা দুজনে রিন্টু বড়ুয়ার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার বেতাগীতে আসেন। রবিবার রাতে তাদের দুজনের মাঝে ঝগড়ার একপর্যায়ে তার বোন রুমাকে ধারালো ছুরি দিয়ে ঘাড়ে ও গলা কেটে হত্যা করে। তাকে একটি অজ্ঞাত নামা একটি মুঠোফোন থেকে সকালে জানালে তিনি ঘটনার বিষয় জানতে পারেন। ফরিদপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, মধুখালী উপজেলার স্বরুপপুর গ্রামের শিরিনা বেগম আর্জিনা নামের এক গৃহবধূকে হত্যা করে ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে নিহতের পিতার পরিবারের লোকজন। মধুখালী থানা-পুলিশ সোমবার দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে।
×