ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ ॥ কেন্দ্রে চিঠি প্রেরণ

প্রকাশিত: ০৩:৫৮, ১৫ আগস্ট ২০১৭

শরীয়তপুরে আওয়ামী লীগের  কমিটি নিয়ে বিরোধ ॥ কেন্দ্রে চিঠি প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ আগস্ট ॥ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। যাদের বিরুদ্ধে দলীয় কর্মী হত্যার অভিযোগ, দলের দুঃসময়ে দেশের বাইরে থাকা ও সুবিধা নিতে আশ্রয় নিয়েছেন বিরোধী দলে এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছেন- এ রকম নেতাকর্মীদের জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করার কারণেই এই দলীয় বিরোধ দেখা দিয়েছে বলে দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে। বিতর্কিত এ কমিটিকে অনুমোদন না দেয়ার জন্য ইতোমধ্যে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব) শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি নাভানা আক্তারসহ জেলার ৩০ জন জ্যেষ্ঠ নেতা স্বাক্ষর করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর গত বছর ২৭ ফেব্রুয়ারিতে শরীয়তপুর স্টেডিয়াম মাঠে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়। কিন্তু ঘোষণা করা হয় কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে দীর্ঘ প্রায় দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ১৫ জুলাই দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেয়া হয়। অভিযোগ উঠেছে, প্রস্তাবিত কমিটিতে দলীয় আনুগত্যের চেয়ে ব্যক্তিগত পছন্দই প্রাধান্য পেয়েছে। জ্যেষ্ঠ নেতারা বলেছেন, কারও সঙ্গে কোনরকম আলোচনা বা পরামর্শ ছাড়াই জেলা কমিটি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, কমিটিতে বিতর্কিত কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, পদবঞ্চিতরাই এ কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
×