ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ মিছিল কিশোরগঞ্জে

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ মিছিল কিশোরগঞ্জে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ আগস্ট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। বেতারযোগে বঙ্গবন্ধু হত্যার খবর শুনে ওইদিন সকালেই শহরের কিছু দুঃসাহসী তরুণ বের করেন প্রতিবাদ মিছিল। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ করার প্রস্তুতি নেয়ার মুহূর্তে পুলিশী ধাওয়ায় পরামর্শ সভা প- হয়ে যায়। সংশ্লিষ্টরা জানায়, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে শহরের গৌরাঙ্গবাজারস্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে শহরের কিছু প্রগতিশীল তরুণ মিলিত হয়। তারা হলেন- তৎকালীন ছাত্র ইউনিয়নের সংগঠক প্রয়াত সিপিবি সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, ডঃ হালিম দাদ খান, এ্যাডভোকেট অশোক সরকার, এ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, এ্যাডভোকেট রফিক উদ্দিন পনির, হাবিবুর রহমান মুক্তু, গোলাম হায়দার চৌধুরী, আলী আজগর স্বপন, পীযুষ কান্তি সরকার, এনামুল হক ইদ্রিছ, প্রয়াত সেকান্দর আলী, অলক ভৌমিক, প্রয়াত আকবর হোসেন খান, নূরুল হোসেন সবুজ, অরুণ কুমার রাউত, প্রয়াত আব্দুল আহাদ, প্রয়াত নির্মল চক্রবর্তী, প্রয়াত সৈয়দ লিয়াকত আলী বুলবুল, প্রয়াত মতিউর রহমান, গোপাল দাস প্রমুখ। বিক্ষুব্ধ এসব তরুণরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দেয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এ পরিস্থিতিতে তখন দুঃসাহসী তরুণরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ‘মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম’সহ নানা প্রতিবাদী সেøাগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে পুনরায় ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ করার প্রস্তুতি নেয়ার মুহূর্তে পুলিশের গাড়ি এসে তাদের ধাওয়া করে। পরে তরুণ নেতারা যে যার মতো পালিয়ে শহর ত্যাগ করে নিজেদের রক্ষা করেন। আজ সেই তরুণ ছাত্র নেতাদের কেউ রাজনৈতিক নেতা হয়েছেন। কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। আবার কেউ কেউ পরলোকগমন করেছেন। সেদিন মিছিল করার মধ্যদিয়ে একটি প্রতিবাদের কণ্ঠ উচ্চকিত করতে পারার জন্য আজও সেদিনের বীর তরুণরা গর্ববোধ করেন। তবে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের মধ্যে আজও যারা বিদেশে পালিয়ে রয়েছে এবং সেদিনের নারকীয় হত্যাযজ্ঞের পেছনে আরও যাদের হাত ছিল, তাদেরও বিচারের আওতায় আনার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
×