ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘১৬ কোটি বাঙালীকে অপমান করা হয়েছে’

প্রকাশিত: ০৩:৩৮, ১৫ আগস্ট ২০১৭

‘১৬ কোটি বাঙালীকে অপমান করা হয়েছে’

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ আগস্ট ॥ ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় দেয়া হয়েছে তাতে ১৬ কোটি বাঙালীকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সোমবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ মিলনায়তনে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এ সময় শাজাহান খান আরও বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ে ১৬ কোটি মানুষের ভোটে নির্বাচিত সংসদকেও অবমাননা করা হয়েছে। বাংলাদেশে বাস করে বঙ্গবন্ধুকে স্বীকার করবেন না এটা শুধু ভাঁওতা দেয়ার শামিল। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েই সবার বাংলাদেশে বাস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ষোড়শ সংশোধনী নিয়ে প্রথমে রিট করার সময় এক বিচারপতি এটিকে একটি ঐতিহাসিক দুর্ঘটনা বলেছেন দাবি করে নৌপরিবহনমন্ত্রী আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭২ সালে সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধান নিয়ে প্রশ্ন তোলা অর্বাচীনের মতো কাজ।
×