ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নির্বাচন কমিশনকে পরীক্ষার সুযোগ দিতে হবে’

প্রকাশিত: ০৩:৩৮, ১৫ আগস্ট ২০১৭

‘নির্বাচন কমিশনকে পরীক্ষার সুযোগ দিতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। সমালোচনা করছেন। তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি পারবে না, তা বলার সময় এখনও আসেনি। তাদের তো পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে। পরীক্ষা নেয়ার পর বলা যাবে তারা পাস করবে না ফেল করবে। হয়তো তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন। জাতীয় পার্টি মনে করে, অতীতে নির্বাচন সুষ্ঠু না হলেও আগামীতে এই কমিশনের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাবেক সৈনিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×