ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ হজ এজেন্সি একজন যাত্রীও পাঠায়নি

প্রকাশিত: ০৩:৩৮, ১৫ আগস্ট ২০১৭

১৬ হজ এজেন্সি একজন যাত্রীও পাঠায়নি

স্টাফ রিপোর্টার ॥ এখনও ১৬টি হজ এজেন্সি একজন যাত্রীও পাঠায়নি। তারা কবে নাগাদ পাঠাতে পারবে সেটাও নিশ্চিত করতে পারছেন না। তাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সোমবার পর্যন্ত মোট ৬২ হাজার হজযাত্রী সৌদি আরব চলে গেলেও এখনও ভিসা হয়নি অনেকের। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে ফ্লাইট জটিলতা নিয়ে জরুরী সভা ডাকার পর এ ধরনের তথ্য প্রকাশ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান থেকে দেশে ফিরে তিনি শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি চলে যান বিমানের সদর দফতর বলাকায়। সেখানে বিমানের উর্ধতন কর্তাদের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে অন্যান্য সিডিউল ফ্লাইট দিয়ে হজ ফ্লাইট অপারেট করার নির্দেশ দেন। এরপর বলাকা থেকে আশকোনা হজ অফিসে গিয়ে বৈঠক করেন। এ সময় তিনি জানতে পারেন এখনও ১৬টি এজেন্সি একজন যাত্রী পাঠাতে পারেনি। রাশেদ খান মেনন বলেন, ১৫ হাজার যাত্রীর ভিসা লজমেন্ট হয়নি এখনও। এজেন্সিগুলো টিকেট না কাটায় হজযাত্রীদের বিড়ম্বনা হচ্ছে। ২৬ আগস্ট হজ ফ্লাইটের শেষ সময় হলেও আরও দুদিন সময় বাড়ানোর আবেদন করা হবে। এছাড়া বিমানের অন্য রুটের ফ্লাইট পুনর্বিন্যাস করে হজ ফ্লাইটে বেশি উড়োজাহাজ ব্যবহার করছে। রাশেদ খান মেনন বলেন, স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘেœ হজ পালনের ব্যবস্থা করতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।
×