ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুরকিনা ফাসোতে জঙ্গী হামলায় নিহত ১৮

প্রকাশিত: ০৩:১৪, ১৫ আগস্ট ২০১৭

বুরকিনা ফাসোতে  জঙ্গী হামলায় নিহত ১৮

বুরকিনা ফাসোর রাজধানী কুয়াগাদুতে একটি রেস্তরাঁয় সন্দেহভাজন জঙ্গীদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। রবিবার রাতের এ হামলায় আরও আটজন আহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্দুকধারী কুয়াগাদুতে আজিজ ইস্তানবুল নামের একটি রেস্তরাঁর বাইরের অংশে বসে থাকা ক্রেতাদের ওপর গুলি চালায়। ঘটনার পর শহরের কেন্দ্রস্থলের সব পথ বন্ধ করে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী। কুয়াগাদুতে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। শহরের কেন্দ্রস্থলের ব্যস্ত কওয়ামি এনক্রুমাহ এ্যাভিনিউয়ে রাত ৯টার কিছুক্ষণ পর এই হামলা শুরু হয়। -বিবিসি ৪৬ বছর পর মায়ের দেখা... যুক্তরাষ্ট্রের রেমন্ড এ্যাব্রু (৪৭) ও এ্যান্থনি উইগস (৪৬) তাদের মা এলসি রামিরেজকে (৬৪) ফিরে পান ৪৬ বছর পর। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতিতে এলসির ডিভোর্স হয়ে যায়। পরে সন্তানদের মধ্যে এ্যান্থনিকে বাবা দত্তক দিয়ে দেন। ২৭ বছর পর দুই ভাইয়ের দেখা হলে তারা তাদের মাকে খুঁজে বেড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মায়ের ফোন নম্বর যোগাড় করেন। দেখা হয় মায়ের সঙ্গে। হারিয়ে যাওয়া সন্তানদের পেয়ে মা এলসিও আবেগাপ্লুত হয়ে পড়েন। -সিএনএন পান্ডা শাবকের ভিডিও জাপানের ইউনো চিড়িয়াখানা সোমবার তুলতলে একটি পান্ডা শাবকের ভিডিও প্রকাশ করেছে। পাঁচ বছরের মধ্যে চিড়িয়াখানাটিতে এই প্রথম কোন পান্ডা শাবক জন্ম নিল। দুই মাস বয়সী পান্ডাটি ভালভাবেই বেড়ে উঠছে। ভিডিও ফুটেজে পান্ডাটিকে তার মা শিন শিনের সঙ্গে খেলা করতে দেখা গেছে। জন্মের পর থেকে মিডিয়ায় ব্যাপক সাড়া পড়ে যায়। -এএফপি
×