ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভার্জিনিয়া তা-বে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের নিন্দা না করায় তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প-নব্য নাৎসি গোপন সম্পর্ক!

প্রকাশিত: ০৩:১১, ১৫ আগস্ট ২০১৭

ট্রাম্প-নব্য নাৎসি গোপন সম্পর্ক!

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লোটসভিলেতে চরম ডানপন্থী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সঙ্গে শনিবার প্রতিপক্ষ বিক্ষোভকারীদের সংঘর্ষে যে হতাহতের ঘটনা ঘটে তার জন্য সুনির্দিষ্টভাবে কোন পক্ষকে দায়ী বা নিন্দা করে বক্তব্য না দেয়ার জন্য কংগ্রেসের উভয় দলের পক্ষ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করা হয়েছে। গার্ডিয়ান ও বিবিসি। শার্লোটসভিলের এই বিক্ষোভের সময় শ্বেতাঙ্গ চরমপন্থীরা প্রতিবাদী বিক্ষোভকারীদের ওপর দ্রুতবেগে গাড়ি চালিয়ে দিলে হিদার হেয়ার নামে ৩২ বছরের এক নারী আইনজীবী ও মানবাধিকারকর্মী ঘটনাস্থলেই নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। এছাড়াও বিক্ষিপ্ত সংঘর্ষে আরও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনার সচিত্র বর্ণনা বিশ্বের সবকটি সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। রবিবার যুক্তরাষ্ট্রের অনেক শহরে এর প্রতিবাদে বিক্ষোভ এবং নিহত ও আহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা প্রদর্শন করা হয়। কিন্তু সে দেশের প্রেসিডেন্ট তার নিজ দেশের এই মর্মান্তিক ঘটনা নিয়ে দীর্ঘ ছয় ঘণ্টা নিশ্চুপ ছিলেন, যে টুইটারের মাধ্যমে তিনি অনবরত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা ধরনের কথাবার্তা চালাতেন সে টুইটারও ছিল বাকরুদ্ধ। কী করছিলেন তিনি এ দীর্ঘ সময়? জানা গেল তিনি নিউজার্সিতে অবকাশযাপন করছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, শার্লোটসভিলের ভয়াবহ ঘটনা আমরা গভীরভাবে পর্যালোচনা করেছি, অনেক পক্ষ এর সঙ্গে জড়িত অনেক পক্ষের পুঞ্জীভূত ঘৃণা, গোঁড়ামি ও সহিংসতার উলঙ্গ প্রকাশ ঘটেছে এ ঘটনায়, আমরা কঠোরতম ভাষায় এর নিন্দা জানাই। ট্রাম্প তার ভাষায় এ ঘটনায় জড়িত অনেক পক্ষ বলে দোষী-নির্দোষ সবাইকে এক কাতারে ফেলে দিয়ে আসলে অন্যায়কেই সমর্থন করে গেলেন। এ জন্য দায়ী সুনির্দিষ্টভাবে কোন পক্ষকে নিন্দা না করার জন্য রিপাবলিকান দল ও বিরোধী ডেমোক্র্যাট সিনেটর ও রাজনীতিবিদরা তার তীব্র সমালোচনা করেন। এদের মধ্যে ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর মার্কো রুবি ও এবং কলোরাডোর কোরি গার্ডনার ছাড়াও রয়েছেন উটাহ থেকে নির্বাচিত সিনেটর অরিন হ্যাচ। অরিন হ্যাচের এক ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হন। অরিন তার টুইটার বার্তায় লেখেন, দুষ্ট বা পাপীদের সুনির্দিষ্টভাবে নাম ধরেই ডাকা উচিত, আমার ভাই বিদেশের মাটিতে নাৎসি চিন্তাভাবনার ধারক হিটলারের সঙ্গে যুদ্ধে প্রাণ দিয়েছে স্বদেশের মাটিতে নতুন করে নাৎসিবাদের স্থান করে দেয়ার জন্য নয়। রিপাবলিকান নেতাদের কথার প্রতিধ্বনি করে ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং হাওয়াই থেকে নির্বাচিত সিনেটর ব্রায়ান শেজ বক্তব্য রাখেন। চাক শুমার বলেন, ডানপন্থী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা যে সেøাগান (ইউনাইট দ্য রাইট) তুলে রাস্তায় নেমেছে, তা আমেরিকান পতাকার পরিপন্থী, তাই প্রেসিডেন্ট ট্রাম্পকে কঠোর ভাষায় এর নিন্দা করতে হবে। এদিকে ভারমন্টের বার্নি স্যান্ডার্স তার টুইট বার্তায় নব্য নাৎসিদের এসব বর্ণবাদী আচরণ ও ঘৃণার প্রকাশ যা সহিংসতা উস্কে দিচ্ছে, তা বন্ধ করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এছাড়া রিপাবলিকান স্পীকার পল রায়ান ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা মিচ ম্যাক কোনেলও ডানপন্থীদের হিংসাত্মক তৎপরতার সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সুনির্দিষ্টভাবে চরম ডানপন্থী শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের সমালোচনা না করলেও হোয়াইট হাউস থেকে দাবি করা হয়েছে, তিনি তার বক্তব্যে তাদের সমালোচনা ও নিন্দা জানিয়েছেন। অন্য এক খবরে জানা গেছে, ডানপন্থী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা যখন শার্লোটসভিলে বিক্ষোভ করছিল তখন তাদের টুপিতে ট্রাম্পের নাম আঁকা ছিল। আসলে ট্রাম্পের ক্ষমতা আসার পথে এই শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের বিশাল ভূমিকা ছিল। প্রেসিডেন্টের চেয়ারে বসে সরাসরি তাদের পক্ষে কথা বলতে না পারলেও তাদের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটি ওপেন সিক্রেট। আমেরিকা, আমেরিকানদের (শ্বেতাঙ্গদের) জন্য এই সেøাগান নির্বাচনের সময় ট্রাম্পই প্রথম উচ্চারণ করেছিলেন। তার সঙ্গে শ্বেতাঙ্গ চরমপন্থী গোষ্ঠী ক্লু ক্লাক্স ক্লানের (কেকেকে) যোগসূত্র আছে বলে অনেকের বিশ্বাস। সমালোচকরা বলেছেন, শার্লোটসভিলের ঘটনা নিয়ে ট্রাম্পের মন্তব্য শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের জন্য একটি সবুজ সঙ্কেত। ভবিষ্যতে তারা নতুন উদ্দীপনা নিয়ে আরও কিছু করতে উৎসাহিত হবে। এ প্রসঙ্গে নব্য নাৎসিদের এক ওয়েবসাইটে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্য বেশ ভাল। সেখানে আমাদের নিয়ে কোন সমালোচনা নেই। তিনি কেবল সমগ্র জাতিকে এগিয়ে আসতে বলেছেন।
×