ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মামলা হয়নি, গ্রেফতার নেই

পোস্তগোলার ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড়

প্রকাশিত: ০৮:২৭, ১৪ আগস্ট ২০১৭

পোস্তগোলার ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ পুরনে ঢাকার পোস্তগোলায় সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (পশ্চিম) জ্যেষ্ঠ সহকারী কমিশনারসহ তিনজনের গুলিবিদ্ধের ঘটনা নিয়ে পুলিশ বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় এ ঘটনায় মামলা হয়নি। কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনা নিয়ে নানা ধূম্রজালের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। এদিকে রবিবার সকালে ঢামেক হাসপাতালে এসি রাহুল পাটোয়ারীর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর তাকে পোস্ট অপারেটিভ পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান জনকণ্ঠকে জানান, শনিবার রাতে পোস্তগোলার নগর স্বাস্থ্যকেন্দ্রের এলাকায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জানান, ঘটনার সময় দুই অস্ত্র ব্যবসায়ী ছিলেন। তাদের নাম শনাক্ত করা হয়েছে। তাদেরসহ এই গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারে ডিবি ৪টি ও ক্রাইম ডিভিশনের টিমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অচিরেই হামলাকারী অস্ত্রব্যবসায়ী গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ডিসি সাজ্জাদুর রহমান জানান, ওইদিন রাতে এসি রাহুল এক অস্ত্র ব্যবসায়ীকে জাপটে ধরার পর তার পাশে তাকে আরেক অস্ত্র ব্যবসায়ী রাহুল পেট লক্ষ্য করে গুলি চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে ছাড়িয়ে নেয়। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যাওয়া সময় এক সোর্সসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। রাতে এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জনকণ্ঠকে, পোস্তগোলায় নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাহুল পাটোয়ারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার আগে ও পরে ডিবির তরফ থেকে তাদের কিছু বলেননি। ওসি জানান, আমরা এ ব্যাপারটি নিয়ে এখনও অন্ধকারে আছি। এদিকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এসি রাহুল পাটোয়ারীর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হচ্ছে। অপারেশনের পর তাকে পোস্ট অপারেটিভ পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, শনিবার রাতেই পুলিশ কর্মকর্তা রাহুলের জরুরী অস্ত্রোপচার করা হয়েছে। গুলিটি বুকের বাম দিক দিয়ে ঢুকে পিঠের শেষ দিকে আটকে ছিল। অপারেশনের মাধ্যমে তা বের করা হয়েছে। তিনি জানান, গুলির কারণে শরীরের ভেতরের অনেক জায়গা ক্ষত হয়েছে। সেসব ক্ষত ঠিক করার জন্য রবিবার সকালে তাকে আবারও অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়েছে। অপারেশনের পর তাকে পর্যবেক্ষণে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। উল্লেখ্য, শনিবার রাতে পুরান ঢাকার জুরাইনের পোস্তাগোলা ব্রিজ সংলগ্ন শ্যামপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে ডিবি (পশ্চিম) অস্ত্র উদ্ধার টিম অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন সিনিয়র এসিসহ তিনজন গুলিবিদ্ধ হন।
×