ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজ সংগঠনের নেতাকে শিবির আখ্যা দিয়ে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ কর্মীকে

প্রকাশিত: ০৮:১৬, ১৪ আগস্ট ২০১৭

নিজ সংগঠনের নেতাকে শিবির আখ্যা দিয়ে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ কর্মীকে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শিবির সন্দেহে নিজেদের কর্মীকে পিটিয়ে আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রলীগের নেতারা। ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি পোস্টের ভিত্তিতে গত শনিবার রাতে এ কা- ঘটিয়েছে ছাত্রলীগ। আহত শিক্ষার্থীর নাম মনিরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার শারদা ইউনিয়নে। এছাড়া বিভিন্ন হল থেকে আরও ৫ জনকে শিবির সন্দেহে পুলিশে দেয়া হয়। বর্তমানে তারা শাহবাগ থানায় আটক রয়েছে। এর আগে সমাজবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ আবদুল্লাহকে শিবির আখ্যা দিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ নেতারা। জিয়াউর রহমান হল সূত্র জানায়, ২০১৬ সালে ফেসবুকে মনিরুলের শেয়ার করা একটি পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হলের ২২৭ নম্বর কক্ষে তাকে ডেকে নেয় সদ্য পদপ্রাপ্ত হল ছাত্রলীগের কয়েকজন কর্মী। সেখানে তাকে রড ও অন্য দেশীয় অস্ত্র দিয়ে মারধরের ফলে একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে নিয়ে আসেন তাকে মারধরকারী ছাত্রলীগ নেতারা। পরে গভীর রাতে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, আমাদের অবস্থান শিবিরের বিরুদ্ধে। কোন নিরীহ শিক্ষার্থীকে হেনস্তা করা নয়। মনিরুল শিবিরের সঙ্গে জড়িত না থাকলে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
×