ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৮ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের ভিসা জটিলতা দূর করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৮:০৯, ১৪ আগস্ট ২০১৭

৪৮ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের ভিসা জটিলতা দূর করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ৪৮ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে চলমান হজ অব্যবস্থাপনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতেও রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ ও রুল জারি করে। হজযাত্রীদের চলমান অব্যবস্থাপনায় জড়িতদের বিষয়ে তদন্তসহ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইটের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। হজের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রবিবার সকালে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। রিটের ওপর শুনানি শেষে আদালত ৪৮ ঘণ্টার মধ্যে হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসকে আলোচনা করে নির্দেশনা বাস্তবায়নের কথা বলে আদালত। একই সঙ্গে বিমান না থাকলে ভাড়া করে ফ্লাইট পরিচালনারও নির্দেশ দেয় আদালত। এছাড়া হজ অব্যবস্থাপনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং তাদের কেন আইনের আওতায় আনা হবে না- তা জানাতে রুল জারি করে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
×