ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায় পরিবর্তনে চাপ দিচ্ছে সরকার ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৮, ১৪ আগস্ট ২০১৭

রায় পরিবর্তনে চাপ দিচ্ছে সরকার ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আদালতের দেয়া রায় পরিবর্তনে সরকার বিচার বিভাগের ওপর চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। গণমাধ্যমের বরাত দিয়ে ফখরুল বলেন, শনিবার রাতে প্রধান বিচারপতি এস কে সিনহার বাসায় গিয়ে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং করার পর তিনি প্রধান বিচারপতির বাসভবনে গেছেন। সেখানে তিনি নৈশভোজে অংশ নিয়েছেন। এতে আমরা উদ্বিগ্ন, শঙ্কিত ও বিস্মিত হয়েছি। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে ফখরুল বলেন, আপনারা তো এখন প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করছেন, জোর করে তাকে দিয়ে রায় পরিবর্তন করানোর জন্য আপনারা প্রকাশ্যে বলছেন। সুপ্রীমকোর্টের আপীল বিভাগ কি করবেন আমরা জানি না। প্রধান বিচারপতি কি করবেন আমরা জানি না। দেশের জনগণ কখনও সরকারের এ অন্যায় মেনে নেবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সকল দুঃশাসনকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ছেড়ে নেমে আসুন দেখুন দেশের জনগণ কাদের পাশে দাঁড়ায়। সহায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের স্তম্ভগুলোকে ধ্বংস না করে, বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি না করে সোজা রাস্তায় আসুন, সোজা পথে ফিরে আসুন। তা না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর পথ পাবে না। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীনদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। কারণ খালেদা জিয়া কারও সঙ্গে আপোষ করেন না। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে মুখ খুলতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, নির্যাতনকারীদের বিরুদ্ধে। ভুলে গেলে চলবে না যে, তারা আমাদের সহকর্মীদের এক এক করে মারছে। মিলাদ মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
×