ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা নিয়ে কটাক্ষকারীদের ঘৃণা করুন ॥ শাহরিয়ার কবির

প্রকাশিত: ০৮:০৫, ১৪ আগস্ট ২০১৭

স্বাধীনতা নিয়ে কটাক্ষকারীদের ঘৃণা করুন ॥ শাহরিয়ার কবির

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্বাধীনতা নিয়ে যারা কটাক্ষ করে তাদের ঘৃণা করার আহ্বান জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও বিশিষ্ট লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, বাংলাদেশে যারা বাস করবে তাদের অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের লোক হতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষের কেউই সাংবিধানিক সুযোগ গ্রহণ করতে পারবে না। এটি আমরা সরকারের কাছে দাবি জানাই। রবিবার সকালে রাজশাহী কলেজের শহীদ কামারুজ্জামান ভবনে রাজশাহী জয়বাংলা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। ‘৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জয়বাংলা পরিষদের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক। সভায় শাহরিয়ার কবির আরও বলেন, বাঙালীদের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতা। আর স্বাধীনতার প্রতি যারা কটাক্ষ করে তাদের প্রতি আমরা ঘৃণা জানাই। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কিন্তু তাদের সংগঠনের বিচার হচ্ছে না। সংগঠনের বিচার করার উদ্যোগ সরকারে নিতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী নগর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মনিরুজ্জামান উজ্জল প্রমুখ।
×