ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানাডার সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও জোরদার হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:৪৯, ১৪ আগস্ট ২০১৭

কানাডার সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও জোরদার হবে ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। কানাডার হাইকমিশনার বিনোইত-পিয়েরে লারামি রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন। খবর বাসসর। রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্ক দিন দিন আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান। কানাডাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে মোঃ আবদুল হামিদ বলেন, রফতানি বাণিজ্যের জন্য কানাডা একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাক্ষাতকালে কানাডার বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
×