ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মদিন কিংবা টিফিন। যেন কেক ছাড়া চলে না। বাজারে বিভিন্ন রকমের কেকের চাহিদা আজকাল। ইচ্ছা থাকলে বাজারে না গিয়ে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন সেরকম কিছু কেক। রেসিপি দিয়েছেন -আফরিন রোজ

রান্না

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ আগস্ট ২০১৭

রান্না

অরেঞ্জ কেক যা লাগবে : ময়দা ১৫০ গ্রাম, ডিম ৩টা, চিনি ১৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম, অরেঞ্জ জুস ৫০ মি.লি., অরেঞ্জ জেস্ট ৫ গ্রাম, হুইপড ক্রিম ৫০০ মি.লি., আইসিং সুগার ১৫০ গ্রাম, ভ্যানিলা এ্যাসেন্স ৫ গ্রাম, ফুড কালার কয়েক ফোঁটা (ইয়েলো/অরেঞ্জ), সাজানোর জন্য মাল্টা সøাইস ও চেরি। যেভাবে করবেন : ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করুন। কুসুমের সঙ্গে চিনি বিট করে মেশান। চিনি গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন। এবার অরেঞ্জ জুস দিন। এতে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিয়ে হালকা করে মেশান। অরেঞ্জ জেস্ট দিন। সাদা অংশ ফোম করে নিন। এবার সেটাও মিশিয়ে দিন। ব্যস কেক ব্যাটার রেডি। প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রী তাপে বেক করুন। ২০-২৫ মিনিটেই কেক হয়ে যাবে। কেক ঠাণ্ডা হলে ক্রিম দিয়ে সাজান। কাপ কেক যা লাগবে : ডিম ২টি, ময়দা ১/২ কাপ, বাটার ১/৪ কাপ, ক্যাস্টর সুগার ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, গুঁড়া দুধ ৩ চা চামচ, তরল দুধ ৪ চা চামচ, ফুড কালার কয়েক ফোঁটা, ভ্যানিলা এ্যাসেন্স ১/২ চা চামচ, সাজানোর জন্য বাটার ক্রিম ও সুইট বল পরিমাণমতো। যেভাবে করবেন : একটা বোলে চিনি ও বাটার ফেটিয়ে নিন। একটা একটা করে ডিম মেশান আর ফেটাতে থাকুন। তরল দুধ দিয়ে আবারও মেশান। এবার ময়দায় বেকিং পাউডার, গুঁড়া দুধ আলতো করে মেশান। ডো রেডি হয়ে গেলে এবার একে আলাদা আলাদা বাটিতে নিয়ে ফুড কালার দিন। কাপ কেক মোল্ড রেডি করুন। ওভেন প্রি-হিট করে নিন। মোল্ডে কালারড ডো পর পর ঢেলে দিন। ১৮০ ডিগ্রী তাপে ২০-২৫ মিনিট বেক করুন। কাপ কেক ঠাণ্ডা হলে ক্রিম ও সুইট বল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ব্ল্যাক ফরেস্ট কেক যা লাগবে : ময়দা ১/৪ কাপ, ডিম ৩টি, কোকো পাউডার ১/৪ কাপ, গুঁড়া দুধ ৪ চা চামচ, কফি পাউডার ১ চা চামচ, চিনি ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, লিক্যুইড চকোলেট ১০০ মি.লি., বাটার ২০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম, চকোলেট স্পিংকেলস সাজানোর জন্য, চেরি সাজানোর জন্য। যেভাবে করবেন : ডিম চিনি ইলেকট্রিক বিটারে ফেটিয়ে নিন। ময়দা কোকো পাউডার বেকিং গুঁড়া দুধ একত্রে ঢেলে নিন। কফি পাউডারে ১/৪ কাপ গরম পানিতে গুলে নিন। ডিমের মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিন। শেষ হলে গোলানো কফি দিয়ে আবারও নেড়ে মেশান। গোলা ৬ ইঞ্চি ২টি কেক প্যানে ডো ২ ভাগে ভাগ করে ঢেলে বেক করুন এতে কেক ভাল হবে। ক্রিম বানাতে বাটার, আইসিং সুগার বিট করে নিন। ভ্যানিলা এ্যাসেন্স দিন। স্টার নজেল দিয়ে পছন্দমতো ডিজাইন করে নিন। চকোলেট ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। মার্বেল কেক যা লাগবে : ডিম ২টি, ময়দা ১/২ কাপ, বাটার ১০০ গ্রাম, চিনি ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, গুঁড়া দুধ ২ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, কোকো পাউডার ২ চা চামচ, ভ্যানিলা এ্যাসেন্স ১ চা চামচ। যেভাবে করবেন : বাটার ও চিনি ফেটিয়ে একে একে ডিম যোগ করুন। কোকো পাউডার বাদে সব উপকরণ একে একে মেশাতে হবে। আলাদাপাত্রে ১/২ কাপ পরিমাণ ব্যাটারে কোকো পাউডার মেশান। কেক মোল্ড গ্রিজ করে নিন। কেক ব্যাটার ও কোকো পাউডার মিশ্রিত ব্যাটার পর পর সাজিয়ে দিন। এবার প্রি-হিটেড ওভেনে বেক করুন।
×