ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শোক দিবসে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৬:১৮, ১৪ আগস্ট ২০১৭

শোক দিবসে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে ধানম-িসহ নগরজুড়ে নিশ্ছিদ্র ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার খাতিরে ধানম-ির ৩২ নম্বর এলাকার বিভিন্ন হোটেল ও বাসাগুলোতে তল্লাশি চালিয়ে নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। রবিবার রাজধানীর ধানমন্ডি- ৩২-এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ১৫ আগস্ট সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, সংসদ সদস্যসহ সামরিক ও বেসামরিক ও কূটনীতিকদের নিরাপত্তায় নির্ধারিত পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন। নিরাপত্তার স্বার্থে ডগস্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট, সোয়াটও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এরপর সাড়ে সাতটায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের পুলিশের চেকপোস্ট পার হয়ে আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।
×