ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেনিয়াত্তাকে ব্রিটেনের অভিনন্দন

প্রকাশিত: ০৬:১৪, ১৪ আগস্ট ২০১৭

কেনিয়াত্তাকে ব্রিটেনের অভিনন্দন

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে অভিনন্দন জানিয়েছে ব্রিটেন । উহুরু দেশটির বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার ছিল কেনিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এ দিন দেশটির সাধারণ নির্বাচনে লাখো কেনিয়ান তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে কেনিয়াত্তা প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা কেনিয়ার জনগণকে গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে কঠিন পরিস্থিতির মধ্যেও একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য যারা সাহসিকতার সঙ্গে অক্লান্তভাবে কাজ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। -ইয়াহু নিউজ
×